এই মুহূর্তে




রূপনারায়ণ নদীতে ভেসে উঠেছে প্রচুর মরা মাছ, ব্যাপক চাঞ্চল্য




নিজস্ব প্রতিনিধি,বাকসী ঘাট: হঠাৎ করেই রূপনারায়ণ নদীতে ভেসে উঠেছে প্রচুর মরা মাছ। হাওড়া জেলার মানকুর, বাকসী ঘাট সংলগ্ন রূপনারায়ণ নদীতে(Rupnarayan River) প্রচুর মরা মাছ(Fish) ভাসতে দেখেন পরিবেশ কর্মী রাজু কোটাল। তিনি বিষয়টি নিয়ে খবর দেন পরিবেশ কর্মী চিত্রক প্রামানিক ও সুমন্ত দাসকে। কিছুক্ষণের মধ্যেই চিত্রক ও সুমন্ত ঘটনাস্থলে পৌঁছে দেখেন প্রচুর মরা মাছ রূপনারায়ণ নদীতে ভাসছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। চিত্রক, সুমন্ত ও রাজু নদীর তীরে ঘুরতে ঘুরতে দেখেন চেঙো মাছ সবচেয়ে বেশি সংখ্যায় মারা গেছে। তার সাথে চিংড়ি, ছোটো পোনা মাছ ও মরে ভাসছে। তাঁরা কয়েকটি মাছের দেহ নমুনা হিসাবে সংগ্রহ করেন। স্থানীয় মানুষ এই বিষয়ে বাগনান ১ নং ব্লকের মৎস্য অধিকর্তা স্বপন বোয়াল কে অভিযোগ জানালে, তিনি সেভাবে গুরুত্ব দেননি।

পরিবেশ কর্মী চিত্রক প্রামানিক বলেন, রূপনারায়ণ নদী জীববৈচিত্র্য ভরপুর। গাঙ্গেয় শুশুক থেকে শুরু করে, ইলিশ মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ, কচ্ছপ রূপনারায়ণ নদীতে থাকে। কিন্তু হঠাৎ করে এতো মাছ কেন মারা যাচ্ছে, তা বোঝা যাচ্ছে না। কলকারখানার দূষিত জল বা কোনো বিষক্রিয়া থেকে এই ঘটনা ঘটতে পারে। এছাড়া অনেক সময় কিছু অসাধু লোক নদীতে বিষ মিশিয়ে মাছ ধরে।

মৎস্য দফতরের উচিত এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা। না হলে রূপনারায়ণ নদীর বাস্তুতন্ত্র ভেঙে পড়বে। এভাবে মাছ মারা গেলে স্থানীয় জেলেদের জীবিকা নির্বাহে সমস্যা তৈরি হবে। এছাড়া গাঙ্গেয় শুশুক সহ বিভিন্ন পশুপাখি এই মরা মাছ খেয়ে মারা পড়বে। সব মিলিয়ে নদীর পরিবেশ নষ্ট হবে। মাছ ছাড়া রূপনারায়ণ নদী ভারসাম্য হারাবে। এ বিষয়ে মৎস্য দপ্তরের হস্তক্ষেপ এবং তদন্ত দাবি জানান পরিবেশবিদরা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SSCর বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত খারিজ সহ ৩ আর্জি নিয়ে হাইকোর্টে মামলা

বৌভাতের দিন প্রেমিকের বাড়িতে ধর্নায় প্রেমিকা, হুলুস্থুল কাণ্ড, বচসা, হাতাহাতি

NCW র নোটিশ খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে বীরভূমের SP

দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে NRC নোটিশ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

জঙ্গিসন্দেহে মেমারি থেকে ২ জনকে গ্রেফতার করল STF

রাতভর বৃষ্টিতে জল জমেছে শহরের একাধিক জায়গায়, কেমন থাকবে মঙ্গলের আবহাওয়া?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ