24ºc, Haze
Saturday, 1st April, 2023 8:39 pm
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: রবিবার ভোর রাতে খড়গপুর বনবিভাগের বারডাঙ্গা বিটের ঝাড়গ্রামের সাঁকরাইল(Sakrail) ব্লকের কাটনিমাড়ো গ্ৰামে ১ টি দলছুট দাঁতাল হাতি তান্ডব চালায় খাবারের সন্ধানে। হাতিটি তাণ্ডব চালিয়ে ধানগোলার ভিতর থেকে দরজা ভেঙ্গে ধানের বস্তা বের করে খায় ও নষ্ট করে। ১৫ থেকে ১৬ বস্তা ধান নষ্ট করেছে দলছুট এই হাতিটি।
ধান গোলার মালিক অধীর মাহাত জানান, তার ধানের গোলার ক্ষতি হয়েছে। সাঁকরাইলের কাটনিমাড়ো, বাগমারী, প্রতাপপুর, ইটামাড়ো, কানিকানালা এলাকায় ধান চাষের জমিতে ব্যাপক ক্ষতি করে হাতিটি। প্রতিনিয়ত এই এলাকায় হাতি আসে। বনদপ্তর এর কোন সহযোগিতা পাওয়া যায় না বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন। গ্রামবাসীরা নিজেরাই হাতি(Elephant) তাড়ান। মাটির সৃষ্টি প্রকল্পের ভিতরে মুরগি ফার্মের খাবার রাখা ছিল। দরজা ভেঙে তাও হাতি খেয়ে নষ্ট করে ফেলে। রবিবার দুপুর পর্যন্ত বনদপ্তরের দেখা নেই। এলাকায় হাতি থাকলেও আগাম সর্তকতা করে না বনদপ্তর।
কোন কিছুরই বনদপ্তর(Forest Department) এর কাছ থেকে ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ গ্রামবাসীদের। দলছুট হাতিদের প্রতিনিয়ত আক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় ওই এলাকার মানুষজন রীতিমতো ভীত ও সন্ত্রস্ত।