এই মুহূর্তে




লোহা কাটাই কারখানায় গলায় ব্লেড ঢুকে মৃত্যু নাবালক শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি,সাঁকরাইল: রবিবারে একটি লোহা কাটাই কারখানায় কাজ করতে গিয়ে গলায় লোহার ব্লেড ঢুকে মৃত্যু হল এক নাবালক শ্রমিকের। স্থানীয় সূত্রে, মৃতের নাম গোপাল(GopaL) বলে জানা গিয়েছে। জানা গেছে, সাঁকরাইল থানা(Sakrail P.S.) এলাকার রাজগঞ্জ শীতলতলায়(Rajganj Sitaltala) জনৈক রাজমহল বর্মার লোহার জিনিসপত্র কাটাইয়ের কারখানায় কাজ করতো মা বাবা হীন গোপাল। মূলত রবিবার কোন শ্রমিক না আসায় শিশুদের দিয়ে কাজ করানো হত বলে অভিযোগ এলাকাবাসীর। সে দিদার কাছে মানুষ বলে স্থানীয় লোক জানিয়েছে। এদিন কাজ করার সময় মেশিন থেকে ব্লেড(Bled) ছিটকে তার গলায় ঢুকে যায়। আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সাঁকরাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

কেন ওই কারখানায় শিশু শ্রমিকদের কাজ করানো হতো তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই কারখানার কাজ আপাতত বন্ধ রয়েছে। শিশু শ্রমিক দিয়ে কাজ করানোর অপরাধে পুলিশ ওই কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শুভেচ্ছা নেমে এসেছে ওই নাবালক শ্রমিকের দিদার পরিবারে। সকলেই উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছেন।

মৃতদেহ ময়না তদন্তের পর সোমবার পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা জানতে পুলিশ তদন্ত করছে। আপাতত এই কারখানায় উৎপাদন বন্ধ রেখে তদন্তের স্বার্থে এলাকাটিকে ঘিরে রেখেছে পুলিশ। কারখানার অন্যান্য শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্তের স্বার্থেই জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক কে ডেকে পাঠিয়েছে পুলিশ।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রকাশ্যে SIR এর ভিন্ন ছবি, গ্রামে ফিরে স্কুলপড়ুয়াদের খাওয়ালেন পরিযায়ী শ্রমিক

ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

হায় রে স্বার্থ! SIR শুরু হতেই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক সন্তানদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ