এই মুহূর্তে




শুধু মার্চ মাস আসতে দিন, অমিত শাহ বুঝিয়ে দেবেন, হুঁশিয়ারি দিলেন শমিক ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি,বিধাননগর: স্বাধীন ভারতের অমিত শাহ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক ভোটকুশলী। বুঝিয়ে দেবেন তিনি । শুধু মার্চ মাস আসতে দিন । বৃহস্পতিবার সল্টলেকে দলীয় সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য(Samik Bhattacharya)। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ (Amit Sha)থেকে সাবধান থাকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা দিয়েছিলেন। সেই পরিপেক্ষিতেই বৃহস্পতিবার শমিক ভট্টাচার্য এই মন্তব্য করেন। বৃহস্পতিবার বৈঠকে যোগদান করতে সল্টলেকে বিজেপি অফিসে আসেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ত্রিপুরার তৃণমূল প্রতিনিধি দল যাওয়া প্রসঙ্গে বিজেপি’র রাজ্য সভাপতি বলেন,পলিটিক্যাল ট্যুরিজম এ গেছে তৃণমূল সেখানে। যাচ্ছে কেক কাটছে, খাচ্ছে । নাটক করতে গেছে ।

ত্রিপুরায় রাজ্যপাল এর সঙ্গে দেখা করার আবেদন তৃণমূল এর। শমিক ভট্টাচার্য বলেন,বিপ্লব দেবকে জুতো মারুন পাথর চুড়ুন এটাই তো আপনাদের সংস্কৃতি ।নাগরাকাটার ঘটনায় ৪ জন গ্রেফতার প্রসঙ্গে শমিক ভট্টাচার্য বলেন,সবটাই তো তৃণমূল পরিকল্পনা । বাংলাদেশী ও রোহিঙ্গাদের দিয়ে হামলা চালানো হয়েছে। সেটা সবটাই মানুষ জানে। মানুষ জবাব দেবে নির্বাচনে অপেক্ষা করুন। এতো দেরি হল গ্রেফতারিতে এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন,হামলার সময়ও তো পুলিশ ছিল। পুলিশের সামনেই হামলা হয়েছে। তাই গ্রেফতার করতে দেরি। তৃণমূলের প্ল্যান অনুযায়ী জিহাদীরা আক্রমণ করেছে সেদিন। মারের পাল্টা মারের নিদান , হবে কী? শমীক ভট্টাচার্য বলেন,ওটা আমাদের সংস্কৃতি নয়। মানুষ তিনবার নরেন্দ্র মোদিকে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব দিয়েছে। মানুষ এর জবাব দেবে।

অমিত শাহ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন,স্বাধীন ভারতের অমিত সাহ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক ভোটকুশলী। বুঝিয়ে দেবেন তিনি ।শুধু মার্চ মাস আসতে দিন ।রাজ্যের পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বৃহস্পতিবার বৈঠকে যোগ দেন। দুর্গাপুজো মিটতেই গেরুয়া শিবির তৎপর হয়ে উঠেছে আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে কিভাবে পরিচালনা করা হবে তার রণকৌশল ঠিক করতে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটারদের মতামত জানতে নিজের বিধানসভায় জনবাক্স বসালেন পার্থ চট্টোপাধ্যায়

সুকান্ত মজুমদারকে ‘কান কাটা খলিল’বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

SIR আবহে তপ্ত ঠাকুর বাড়ি, একদিকে আমরণ অনশন অপরদিকে CAA তে আবেদনের পাল্টা প্রচার ক্যাম্প

২২ জন দরিদ্র যুবক-যুবতীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করল গণবিবাহের ছাদনাতলা

সামনেই বার্ষিক পরীক্ষা, স্কুলের সব শিক্ষকই ব্যস্ত SIR-র কাজে, চিন্তায় অভিভাবকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ