এই মুহূর্তে




ধুলিয়ান গঙ্গা ঘাট থেকে জাল নোট পাচার চক্রে মহিলা সহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি,সামশেরগঞ্জ: মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার পুলিশের ফের এক বড় সাফল্য। শনিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ধুলিয়ান(Dhulian) গঙ্গা ঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় জাল নোট সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম তৈমুর শেখ (৫০) ও ফরিদা বিবি (৩৮)। দুজনেরই বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার হাজিপুর এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকার জাল ভারতীয় নোট।প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, জাল নোটগুলো সীমান্তবর্তী এলাকা থেকে পাচার করার জন্য আনা হচ্ছিল। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

ধৃতদের রবিবার আদালতে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে চেয়ে পেশ করা হয়। এই টাকাগুলো তারা কোথা থেকে নিয়ে এসেছে এবং এর আগেও তারা এই ধরনের জাল নোট পাচার চক্রে যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই চক্রে আর কারা আছে তা জানতে তদন্ত চলছে। এর পাশাপাশি পাচারের আগেই মালদা জেলার ফরাক্কা স্টেশন থেকে ২ জনকে গ্রেফতার করে ১৪৭টি মোবাইল উদ্ধার করল মালদা টাউন জিআরপি(GRP) থানার পুলিশ। ধৃতদের রবিবার সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গীপুর আদালতে(Jangipur Court) পেশ করা হয়েছে।

ধৃতদের নাম দাউদ ইব্রাহিম (২৪) ও তহিরুপ শেখ (২০)। ধৃতরা কালিয়াচকের(Kaliyachak) সিলামপুরের বাসিন্দা। জিআরপি থানার তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা স্টেশনের(Farakka Station) ২নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই যুবককে আটক করে তল্লাশি চালাতেই দুটি ব্যাগ থেকে উদ্ধার হয় ১৪৭টি মোবাইল ফোন। প্রাথমিক জেরায় জিআরপি থানার পুলিশ জানতে পেরেছে, ধৃতরা উদ্ধার হওয়া মোবাইলগুলি মোরাদাবাদ থেকে কালিয়াচকে নিয়ে আসছিল। এই মোবাইল গুলি বিভিন্ন সময় বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাই করে লুট করা হয়েছিল বলে পুলিশ মনে করছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মামলাকারীদের ১০ নম্বর দেওয়া হবে না কেন? এসএসসি’র অবস্থান তলব বিচারপতি অমৃতা সিনহার

স্ত্রী পুত্রের নথিতে গোলমাল, দেশছাড়া হতে হবে, SIR আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়

BLO দের সহায়তার জন্য দেওয়া হচ্ছে সহকারী, ফর্ম ডিজিটাইজেশন নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন

কথা দিয়েও বেহালা পশ্চিমের জনতা দরবারে গেলেন না, জেলমুক্তির এক সপ্তাহ পরেও গৃহবন্দি পার্থ

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ