এই মুহূর্তে




শ্যামপুরে প্রাথমিক বিদ্যালয়ের মিড – ডে মিলের তরকারিতে ‘টিকটিকি’




নিজস্ব প্রতিনিধি ,হাওড়া: মঙ্গলবার হাওড়ার শ্যামপুর থানার কমলপুর উমেশ চন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে মিড – ডে মিলের তরকারিতে টিকটিকি পাওয়া যাওয়ায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে।কাউকে হাসপাতালে ভর্তি করতে না হলে ও কয়েকজন শিশু এই খাবার খায়।ফলে শরীর খারাপের আতঙ্ক রয়েছে তাদের পরিবারের মধ্যে। বিষয়টি নজরে আসতে তড়িঘড়ি স্কুল ছুটি দিয়ে দেন স্কুলের প্রধান শিক্ষক । অভিভাবকরা এই ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দেন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে। স্কুল কর্তৃপক্ষ দাবি করেছেন এই ঘটনার কথা জানিয়ে স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে কথা বলে রাখা হয়েছে। ছাত্র-ছাত্রীর শারীরিক অসুবিধা হয় তাদেরকে সেখানে ভর্তি করা হবে। কিন্তু স্কুলের মিড ডে মিলের(Mid Day Meal) তরকারিতে কি করে টিকটিকি এল তা নিয়ে তদন্ত দাবি করেছেন সকলে। খাবারগুলি রান্না করার পর আর ঢাকা অবস্থায় রাখার অভিযোগ উঠেছে। অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুরে প্রায় ৩০ হাজার লিটার চোরাই কেরোসিন তেল বাজেয়াপ্ত করল জেলা এনফোর্সমেন্ট শাখা।

সূত্র মারফত জানা গেছে, ১৭ ই ফেব্রুয়ারি বিকাল ৫টা নাগাদ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ-এর আধিকারিকগণ নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে চন্ডিপুর থানার নন্দপুর বাস স্টপেজের উল্টোদিকে এড়াশাল মৌজাস্থিত এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। চন্ডিপুর থানা সংলগ্ন ১১৬বি জাতীয় সড়কে তেল বোঝাই দুটি ট্যাঙ্কার আটক করা হয় ।সূত্র মারফত আরো জানা গেছে ,ওই ব্যক্তি নীল রঙের কেরোসিন তেল চুরি করে বাড়িতে এনে বিশেষ ধরণের রাসায়নিক মিশিয়ে নীলরং ভ্যানিশ করতো। ওই বিবর্ণ কেরোসিন তেল ট্যাঙ্কার বোঝাই করে বাইরে পাচার করত। জানা গেছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছিল।

পূর্ব মেদিনীপুর জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফে ধাওয়া করে অবশেষে এই চোরা কারবার পাকড়াও করতে সক্ষম হয়েছে । জেলা এনফোর্সমেন্টের পদস্থ আধিকারিক সহ ডিসপি হেডকোয়ার্টার ও অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকের উপস্থিতিতে চোরাকারবারির বাড়িটি সিল করা হয় এবং তেলট্যাঙ্কার-এর দুজন ড্রাইভার এবং দুজন সহযোগী সমেত মোট চারজনকে আটক করা হয় । সেইসঙ্গে জেলা এনফোর্সমেন্টের তরফে দুটি ট্যাঙ্কার ও বেশকিছু ড্রামসহ প্রায় ২৫-৩০ হাজার লিটার কেরোসিন তেল বাজেয়াপ্ত করা হয় এবং নীল রঙের তরল পরীক্ষাগারে পাঠানোর ব্যবস্থা করা হয় ।এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফের ভুয়ো শিক্ষক নিয়োগের ঘটনায় সিআইডির হাতে গ্রেফতার প্রধান শিক্ষক

সাংসারিক অশান্তির জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে আত্মহত্যা করলেন স্বামী

বীরভূমের মুরারইয়ে পাথরের লরির তলায় চাপা পড়ে মৃত্যু আদিবাসী বালকের, লরিতে ও রাজস্ব অফিসে আগুন

দুদিন ধরে মায়ের লাশ আগলে ছেলে, রবিনসন স্ট্রিটের ছায়া এবার আলিপুরদুয়ারে  

ট্রেনের গরমে অবহেলায় মৃত্যু বৃদ্ধার, সহযাত্রীরা দেখেও মুখ ঘুরিয়ে চলে গেলেন

নজিরবিহীনভাবে রাত তিনটে পর্যন্ত চলল বারাসত এসিজেএম আদালত, কারণ কী?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর