এই মুহূর্তে

যোগী রাজ্যে ‘খুন’ সিঙ্গুরের শ্রমিক, এখানেই সভা করতে আসছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঝাড়খণ্ডে মৃত ফেরিওয়ালার দেহ নিয়ে মুর্শিদাবাদে জাতীয় সড়ক অবরোধ করে গ্রামবাসীরা। বেলডাঙার এক ফেরিওয়ালাকে ঝাড়খণ্ডে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে পরিবারের সদস্যরা। এরপরই সামনে আসে বাংলায় কথা বলার শাস্তি হিসাবে যোগী রাজ্য উত্তরপ্রদেশে বাংলার সিঙ্গুরের শ্রমিককে খুন করা হয়েছে বলে অভিযোগ। কপাল জোরে প্রাণে বেঁচে গিয়েছেন তাঁর স্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন পড়ে গিয়েছে হুগলির সিঙ্গুর থানার দেওয়ানভেরি গ্রামে। তবে মৃত শ্রমিকের বাড়ি যান হরিপালের বিধায়ক করবী মান্না। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন তিনি।

এদিকে বৃহস্পতিবার বিহারে ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, বাংলার শ্রমিক হওয়ার কারণেই মেরে ঝুলিয়ে দিয়েছে আলাউদ্দিনকে। আর শুক্রবার খবর আসে, মৃতের নাম শেখ সইদুল্লা। তাঁর বয়স ৩২ বছর। কিন্তু হুগলির সিঙ্গুর থানার দেওয়ানভেরির বাসিন্দার উপর মারাত্মক অত্যাচার করা হয়েছে। মৃত শ্রমিক দীর্ঘদিন ধরেই উত্তরপ্রদেশে থাকতেন। আর কাজ করতেন সোনার দোকানে। স্ত্রী–সন্তানও তাঁর সঙ্গে সেখানেই থাকতেন। কিন্তু এমন ঘটনা যে ঘটবে তা তাঁরা কল্পনাও করতে পারেননি।

অন্যদিকে এই ঘটনা নিয়ে রাজ্য–রাজনীতি এখন উত্তাল। কারণ বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে এখন তুমুল শোরগোল পড়ে গিয়েছে। কোনও সহানুভূতি দেখায়নি বিরোধী দল বিজেপি। এই পরিস্থিতিতে বিজেপিকে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। কদিন আগে এসআইআর শুনানিতে ডাক পান সইদুল্লার স্ত্রী। তাই তিনি ফিরে এসেছিলেন গ্রামে। ১৯ তারিখ ফেরার কথা ছিল সইদুল্লার। তবে ফিরে আসার আগেই গ্রামে ফিরল ওই যুবকের কফিনবন্দি দেহ। উত্তরপ্রদেশে পিটিয়ে খুন করা হয়েছে সইদুল্লাকে বলে অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌ডবল ইঞ্জিন রাজ্যে মানুষকে হেনস্থা করা হচ্ছে। এমন ঘটনা অত্যন্ত নিন্দার।’‌

এছাড়া মৃতের স্ত্রী আরমিনা বেগমের দাবি, বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে বেশ কিছুদিন ধরেই নানাভাবে হেনস্থা করা হচ্ছিল। এবার সুযোগ পেয়ে সইদুল্লাকে খুন করা হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌প্রতিনিয়ত বাংলার শ্রমিকদের উপর হামলা, অত্যাচার নামিয়ে নিয়ে আসা হচ্ছে। এখানে এসআইআরের নামে মানুষজনকে হেনস্থা করা হচ্ছে। আর ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে বাংলার মানুষ থেকে শ্রমিকের উপর অত্যাচার নামিয়ে আনা হচ্ছে। এসব বরদাস্ত করা হবে না।’‌ এই সিঙ্গুরেই এবার সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে এমন ঘটনায় প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হয়রানির অভিযোগ এনে এসআইআরের কাজ থেকে গণ ইস্তফা BLO-দের

‘‌সৈকত পরিষ্কার আমাদের অঙ্গীকার’‌, গঙ্গাসাগর ঝাঁটা হাতে সাফাই করলেন ৬ মন্ত্রী

জোর ধাক্কা হুমায়ুনের, জানুয়ারিতে ব্রিগেডে সভার অনুমতি দিল না সেনা

SIR সংক্রান্ত নথি নিতে অমর্ত্যর বাড়িতে হাজির কমিশনের প্রতিনিধিরা

‘উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সঙ্গে জুড়বে ভলভো বাস’, নতুন বছরে নয়া পরিষেবা চালু মমতার

তপসিয়ায় সোফা কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৯ ইঞ্জিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ