এই মুহূর্তে




SIR জুজু, ভয়ে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিচ্ছেন আতঙ্কিত গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি: রাজ্য জুড়ে SIR তথা বিশেষ নিবিড় ভোটার সংশোধনী ত্রাস। আগামী ৪ নভেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে SIR। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগেই ভুয়ো ভোটার কাটছাঁট করতে SIR নিয়ে হাজির নির্বাচন কমিশন। আর এই ঘোষণা হতেই চারিদিকে তোলপাড় পড়ে গিয়েছে। দেশ ছাড়ার ভয়ে ইতিমধ্যে আত্মহত্যাও করেছেন অনেকে। কেননা ২০০২ সালের স্পেশাল ইনসেনটিভ রিভিশন বা SIR তালিকায় অনেকেরই নাম নেই। এই নিয়েই উদ্বেগে দিন কাটছে গোটা রাজ্যবাসীর। এবার এই আবহে ব্যাঙ্ক থেকে টাকা তোলার হিড়িক দেখা গেল বীরভূমের ইলামবাজারে।

যদিও বার বারই নির্বাচন কমিশন বলছে, উদ্বেগের কোনও কারণ নেই। বৈধ নথি দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন সকলেই। তবে ভোটার তালিকায় নাম না থাকলে কেউ ভারতীয় নাগরিক নন, তেমনটাও নয়। তবে তাদের শুধুমাত্র ভোটাধিকার থাকবে না। কিন্তু এমন ভরসা পাওয়ার পরেও আতঙ্ক কাটছে না ইলামবাজার থানার সংলগ্ন লেলেগড় এলাকার বাধপাড়া, নিচুপাড়া গ্রামগুলিতে। গ্রামবাসীদের মনে ভয়, নির্বাচন কমিশন যে সকল নথির কথা বলেছে, সে সব নথি জোগাড় করা তাঁদের পক্ষে অসম্ভব। সেই আতঙ্কেই লেলেগড়ে ব্যাঙ্কে লম্বা লাইন দিয়েছেন গ্রামবাসীরা। তাদের কথায়, দিন আনেন দিন খান। তাই লক্ষ লক্ষ টাকা নেই তাদের। কোনও ঝামেলায় পড়ে যাতে জমানো ওই কটা টাকাও খোয়াতে না হয়, তাই ব্যাংকের সামনে লাইন দিয়েছেন তারা।

তাদের ২০০২ সালের পরেই সব কিছু। আগের কিছু নেই। তাই আতঙ্কে রয়েছেন। আরও এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, তালিকায় যদি নাম না থাকে তাহলে তো তাদের কোথাও পাঠিয়ে দেবে, সেখানে যাতে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারেন। তাই আগে থেকেই টাকা তুলে সঞ্চয় করে রাখছেন। যদিও জানা গিয়েছে, এই এলাকার অধিকাংশ বাসিন্দাই বাংলাদেশ থেকে এসেছেন। তবে সবারই ভোটার, আধার কার্ড রয়েছে। কিন্তু ২০০২ সালের SIR তালিকায় নাম না থাকার কারণে তারা ভয় পাচ্ছেন। তাই যা টাকা জমিয়েছেন, তা তুলে নিতে চাইছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একে অপরকে ব্যাংক থেকে টাকা তুলতে দেখে আতঙ্ক আরও বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও তাতে কাজ হচ্ছে না। প্রতিদিনই লেলেগড়ের ব্যাংক শাখাগুলিতে ভিড় উপচে পড়ছে। কেউ কেউ বলছেন, “যদি কোথাও পাঠিয়ে দেওয়া হয়, অন্তত কিছু টাকা সঙ্গে থাকলে বাঁচার চেষ্টা করা যাবে।” আতঙ্কে দিন কাটছে লেলেগড়বাসীর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতের নাগরিক, অথচ সপরিবারে বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেলেন বাংলাদেশ, চাঞ্চল্য সংগ্রামপুরে

মালদার বৈষ্ণবনগর থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

পথ দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

এগরায় জমি বিবাদ ঘিরে সংঘর্ষ, দু’পক্ষের বাড়িতে আগুন

মানতে পারেননি ছেলের মৃত্যুশোক, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মা

চন্দ্রকোণাতে ৬৯ হাজার টাকার খুচরো পয়সা দিয়ে নতুন স্কুটি কিনলেন চা বিক্রেতা, গুনতে সময় লাগলো ২ ঘণ্টা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ