এই মুহূর্তে




SIR জুজু, সিউড়ির ভবঘুরে পরিবারগুলি ভোটার কার্ডে নাম থাকলেও রয়েছেন চিন্তায়

নিজস্ব প্রতিনিধি,সিউড়ি: ২০১১সালে ভোটার লিস্টে নাম,২০১৪ সালে আঁধার কার্ড। SIR নিয়ে চিন্তায় সিউড়ি ১৮নম্বর ওয়ার্ডের যাযাবর(Nomad) পরিবারের একাংশ। তাদের কেউ বা এসেছে অসম থেকে ,কেউ বা এসেছে মালদা থেকে। তাদের দাবি ২০১১সালে স্থানীয় তৃনমূল নেতাদের সাহায্যে যেমন ভোটার কার্ড(Voter Card) তৈরি করেছে, তেমনি তাঁদের সাহায্যে আঁধার কার্ড তৈরি করে নিয়েছে। কিন্তু এস আই আর নিয়ে তারা চিন্তিত। কিন্তু তারা এই এলাকা ছেড়ে যাবেন না বলে তাদের দাবি। তবে তাদের নিজস্ব জায়গা না থাকায় সিউড়ি পৌর সভার ১৮নম্বর ওয়ার্ডের রেলের জায়গায় অবৈধ ভাবে কয়েক বছর ধরে তারা পরিবার নিয়ে বাস করছে।

কিন্তু স্থায়ী বাসিন্দা না হয়েও কি করে পৌর সভা তাদের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট দিল, আর সেই সার্টিফিকেট নিয়ে তৈরি হল ভোটার কার্ড আঁধার কার্ড(Adhar Card) এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যদিও তৎকালীন ১৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানেন না (যাযাবর)ভবঘুরেদের কি ভাবে তাদের ভোটার কার্ড বা আঁধার কার্ড হল। যদিও তৎকালীন সিউড়ি পৌর সভার চেয়ারম্যান উজ্জল মুখার্জীর দাবি,এই বিষয় নির্বাচন কমিশন জানে। তিনি কিছু জানেন না বলেও জানান।

যদিও এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েন নি বিজেপি। প্রকৃত এস আই আর হলে এই রকম অনেক বেনিয়ম ধরা পড়বে এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের। তাদের অভিযোগ এই ধরনের কারচুপি যাতে ধরা না পড়ে তার জন্যই এস আই আর নিয়ে বিরোধিতা করছে রাজ্যের শাসক দল। অনুব্রত মণ্ডল কোর কমিটির বৈঠক করে কি করে জেলায় এসআইআর রোখা যায় তা নিয়ে পরিকল্পনা গ্রহণ করেছেন। কিন্তু নির্বাচন কমিশন তার সিদ্ধান্তে অনড়। এস আই আর হবে বেনিয়ম ধরা পড়বে। ভুয়া ভোটার চিহ্নিত হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ