এই মুহূর্তে




জল্পেশ মন্দিরে স্কাইওয়াক, ভিড়ের হাত থেকে মিলবে রক্ষা




নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি :  প্রতি বছরের মত এই বছরও জল্পেশে হবে শ্রাবণী মেলা। এই মেলাকে কেন্দ্র করে পুণ্যার্থীদের জমায়েত হয় বিস্তর। বহু মানুষের জমায়েতের কারণে ধাক্কা ধাক্কিও হয় বিস্তর। এবার সেই সমস্যার সমাধান সম্ভব। সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এবার জল্পেশে শ্রাবণী মেলায় ব্যাপক ভিড়ের থেকে রক্ষা পাবেন পুণ্যার্থীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে তৈরি হয়েছে স্কাইওয়াক। এই স্কাইওয়াকে উঠে সরাসরি মন্দিরে প্রবেশ করা যাবে। ফলে পুন্যার্থীরা অনেক সহজেই মন্দিরে পৌঁছে যেতে পারবে। এরফলে ভিড় কম হবে। ধাক্কাধাক্কিও কমবে।

এই মন্দিরের গুরুত্ব অত্যন্ত বেশি। কেন? ময়নাগুড়ির জরদা নদীর তীরে অবস্থিত এই মন্দিরের ইতিহাস রয়েছে। ১৫২৮ সালে জল্পেশ মন্দিরের প্রতিষ্ঠা করেন কোচরাজা বিশ্ব সিংহ। ১৫৬৩ সালে মন্দিরটি মহারাজা নরনারায়ণ পুনর্নিমাণ করেন। ১৬৬৩ সালে এই মন্দিরটি ফের পুননির্মাণ করেন রাজ প্রাণনারায়ণ। এই মন্দিরের মহাশিবরাত্রি হল এই মন্দিরের প্রধান উত্‍সব। শ্রাবণী মেলায় তীর্থযাত্রীরা বাবার মাথায় জল ঢালতে ভিড় করেন। উত্তরবঙ্গের প্রাচীন মন্দিরগুলির মধ্যে জল্পেশ মন্দিরের মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলপাইগুড়ির এই মন্দিরের শিবলিঙ্গ গর্তের মধ্যে থাকে। যাকে অনাদিও বলা হয়। আগামী মাসেই হবে শ্রাবণী মেলা। এখন থেকেই বিভিন্ন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

শিলিগুড়িতে জল্পেশ মন্দিরের স্কাইওয়াকের (Skywalk) ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গ সফরে গিয়ে শিল্পপতিদের নিয়ে শিলিগুড়িতে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন জল্পেশ মন্দিরের স্কাইওয়াকের। পাঁচ কোটি টাকায় এই স্কাইওয়াক তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। বহুদিন থেকেই এই স্কাইওয়াকের জন্য সবাই অপেক্ষা করছিল। অবশেষে স্কাইওয়াকের উদ্বোধন হওয়ায় আনন্দে মেতে উঠেছেন সকলেই।

প্রতিবছর শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়। স্কাইওয়াক তৈরি হওয়ায় খুব সহজেই ভক্তরা মন্দিরের ভিতর প্রবেশ করে পুজো দিতে পারবেন বলে জানানো হয়েছে। জল্পেশ মন্দির (Jalpesh temple) কমিটিও জানিয়েছে, ৩ বছর ধরে এই স্কাইওয়াকটি তৈরি করা হয়েছে। দক্ষিণেশ্বর ও কালীঘাটে স্কাইওয়াক তৈরি হয়ে সাধারণ মানুষের সুবিধা হয়েছে। জল্পেশ মন্দিরেও স্কাইওয়াক তৈরির কাজ চলছিল। এবার সেটি খুলে যাওয়ায় খুশি স্থানীয়রা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ ডালখোলা

ভরতপুরে জাল আধারকার্ড চক্র,পুলিশের জালে ২পাণ্ডা

সোনারপুর কলেজে ছাত্রীকে দিয়ে মাথা মালিশে অভিযুক্ত তৃণমূলের ছাত্র নেতা

ইংলিশবাজারে সংঘর্ষে আহত পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা, ভাঙচুর দোকানপাট, বাড়িঘর

SSCর বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত খারিজ সহ ৩ আর্জি নিয়ে হাইকোর্টে মামলা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ