এই মুহূর্তে




মাকে মেরে চম্পট দিল জেল পুলিশ ছেলে, চাঞ্চল্য বালুরঘাটে

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: ভিন জাতের মেয়ের সঙ্গে প্রেম। সেই প্রেম মেনে নিতে পারেননি মা। আর সেই রাগেই মাকে খুন করে চম্পট দিল ছেলে(Son Killed Mother)। সেই ছেলে কিনা আবার রাজ্যের কারা দফতরের পুলিশ। মানে জেল পুলিশ(Jail Police)। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের(North Bengal) দক্ষিণ দিনাজপুর(Dakshin Dinajpur) জেলার বালুরঘাটে(Balurghat)। শনিবার গভীর রাতে মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। যদিও সেই ঘর বাইরে থেকে বন্ধ ছিল। মৃতার গলায় জড়ানো ছিল গামছা। এ দৃশ্য দেখে পুলিশের প্রাথমিক অনুমান ওই মহিলাকে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে। মৃতার নাম কল্পনা রানি শীল(৪৭)। কোচবিহারের কাম্যাখাগুড়ি এলাকার বাসিন্দা তিনি। তাঁর ছেলে শোভন লাল শীল। এই শোভনের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে মাকে খুন করার। কেননা ঘটনার পর থেকেই সে বেপাত্তা। তার কোয়ার্টার থেকেই উদ্ধার হয়েছে তার মায়ের দেহ।  

জানা গিয়েছে, ২০২১ সাল থেকে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে কর্মরত রয়েছে শোভন। আগে একাই জেলখানার আবাসনে থাকত। কয়েক মাস আগে থেকে শোভনের মা তাঁর কাছে এসে থাকতে শুরু করে। শুরুতে সব ঠিকঠাক থাকলেও পরিবারের লোকজন জানাচ্ছেন কয়েকদিনের মধ্যেই বাড়তে থাকে সমস্যা। ছেলের প্রেম নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। এরইমধ্যে শনিবার ঘরের দরজা ভেঙে শোভনের মায়ের দেহ উদ্ধার হতেই তা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। শোভনের মামাতো বোন তথা তার মায়ের ভাইঝি ববিতা শীল জানিয়েছেন, ‘কয়েকদিন থেকেই পিসিকে আর ফোনে পাইনি। ছেলেটার তো একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে শুনেছি। সেটা নিয়ে পিসি খুব চিন্তা ছিল। মেয়েটা নিচু জাতের ছিল। সেটা নিয়ে পিসির আপত্তি ছিল। ছেলে প্রথমে জানতো না মেয়েটা নিচু জাতের। এমনটাই শুনেছিলান। এখন কী থেকে কী হয়ে গেল বুঝতে পারছি না।’

রবিবার দুপুরে দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। শনিবার থেকে অভিযুক্তের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এমন কী তাঁর মোবাইলও বন্ধ রয়েছে। এদিকে মৃত্যুর খবর পেয়ে ইতিমধ্যেই বাড়ি এসেছেন মৃতার পরিবারের লোকজন। শোকে পাথর হয়ে গিয়েছেন সকলেই। সবাই বলছেন, এটা আত্মহত্যার ঘটনা হতেই পারে না। ছেলেই খুন করেছে। ইতিমধ্যেই বালুরঘাট থানায় পুরো বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের সুপারিন্টেন্ডেন্ট দেবাশিস মণ্ডল। অন্যদিকে এ নিয়ে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করতে চলেছে মৃতার পরিবার। খুন না অন্য কিছু তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিউটাউন থানার আইসি’কে ৭ দিনের মধ্যে সরানোর নির্দেশ হাইকোর্টের

গেদে সীমান্তবর্তী এলাকার কৃষকদের জমির ফসল লুট করছে বাংলাদেশী দুষ্কৃতীরা

ফারাক্কায় নাবালিকা ধর্ষণ-খুন কাণ্ডে ৬০ দিনেই বিচার শেষ, শুক্রবার সাজা ঘোষণা

বাংলায় খুন করে গুজরাতে গা ঢাকা, পুলিশের জালে তবলাবাদকের ‘খুনি’

ফিরে দেখা: প্রথমবার মাদারিহাট বিধানসভার দখল নিল তৃণমূল

সীমান্তের ছাত্র-ছাত্রী ও যুব সমাজকে মাঠমুখী করতে বিশেষ উদ্যোগ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর