এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বোর্ড হাতছাড়া হতেই ঝালদায় প্রশাসক বসানোর তোড়জোড়

নিজস্ব প্রতিনিধি: যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। কিন্তু যেটার আঁচ ছিল না, এবার সেটাও হতে চলেছে। নজরে পুরুলিয়া(Purulia) জেলার ঝালদা(Jhalda) পুরসভা। কংগ্রেসের(INC) আনা অনাস্থা প্রস্তাবের ওপর সোমবার ছিল ভোটাভুটির দিন। এই অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য সারা শহর জুড়েই জারি করা হয়েছিল ১৪৪ ধারা। নির্দিষ্ট সময়ের অনেক আগে থেকেই ঝালদা পুরসভা ভবনে চলে আসেন ৫জন কংগ্রেস কাউন্সিলর। চলে আসেন ২জন নির্দল কাউন্সিলরও। কিন্তু এদিনের বৈঠকে যোগ দেননি তৃণমূলের(TMC) ৫জন কাউন্সিলর। কার্যত সেই সময়েই পরিষ্কার হয়ে যায় ঝালদা পুরসভায় তৃণমূল পরিচালিত পুরবোর্ডের পতন ঘটতে চলেছে। হয়ও তাই। ২ নির্দল কাউন্সিলরের সমর্থনে অনাস্থা প্রস্তাবে জয়ী হয় কংগ্রেস। এরপরেই সেখানে পুরবোর্ড গঠনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে কংগ্রেসের তরফে। কিন্তু গল্পটা এখনও বাকি আছে। নবান্ন(Nabanna) সূত্রে জানা গিয়েছে ঝালদায় প্রশাসক বসাতে চলেছে রাজ্য সরকার। সেই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে এই পুরসভাতেও ভোট করিয়ে নিতে চাইছে রাজ্য।

আরও পড়ুন পঞ্চায়েতের ভোট হবে ব্যালটেই, বাক্সে থাকবে কিউ আর কোড

ঝালদা পুরুলিয়া জেলার অন্যতম মহকুমা শহর। মাত্র ১২টি ওয়ার্ডের এই পুরসভায় ৩০ হাজারেরও কম মানুষ বসবাস করেন। অথচ এই পুরসভার দখল নিয়েই ঘটে গিয়েছে রক্তারক্তি কাণ্ড। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্যের শতাধিক পুরসভায় নির্বাচন হয়েছিল। তার মধ্যে ঝালদাও ছিল। সেখানে ১২টি আসনের মধ্যে কংগ্রেস ও তৃণমূল উভয়েই ৫টি করে আসনে জয়ী হয়। ২টি আসন যায় নির্দলদের দখলে। কংগ্রেস সেখানে ওই পুরসভার ৪ বারের কাউন্সিলর তপন কান্দুকে পুরপ্রধান হিসাবে তুলে ধরে বোর্ড গঠনের তড়জোড় করে। কিন্তু তপনবাবু পুরপ্রধান হিসাবে শপথ নেওয়ার আগেই ১৩ মার্চ ঝালদা শহরের বাইরে আততায়ীদের গুলিতে খুন হয়ে যান। সেই ঘটনা ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। সেই ঘটনায় কলকাতা হাইকোর্ট পরবর্তীকালে সিবিআই তদন্তের নির্দেশও দেয়। যদিও ওই ঘটনার তদন্তে এখনও পর্যন্ত সিবিআই খুনের পিছনে তৃণমূলের যোগসূত্র যেমন খুঁজে পায়নি, তেমনি খুনের ঘটনার কারণ হিসাবে রাজনীতির হিসাবনিকেষও কিছু পায়নি। পারাবিবারিক বিবাদের জেরেই খুন হিসাবে বিষয়টি তুলে ধরা হয়।

আরও পড়ুন শুভেন্দু নিজে আগে ক্ষমা চান, সরব বীরবাহা

তপন কান্দু খুন হতেই ১ নির্দল কাউন্সিলরের সমর্থনে ঝালদায় পুরবোর্ড গড়েছিল তৃণমূল। তারপর তপনবাবুর ফাঁকা আসনে যে উপনির্বাচন হয় সেখানে বিপুল ভোটে যেতে কংগ্রেস। কার্যত সেই জয়ের ছবিই বলে দিয়েছিল ঝালদার মনে গেঁথে গিয়েছেন তপনবাবু। শহরের মানুষও কংগ্রেস প্রতিই সমর্থন জানিয়েছেন। এরপর সেখানে তৃণমূল পরিচালিত পুরবোর্ডের পতন ঘটা কার্যত সময়ের অপেক্ষা ছিল মাত্র। সম্প্রতি তৃণমূলের বোর্ড থেকে সমর্থন প্রত্যাহার করে নেন নির্দল কাউন্সিলর। তার জেরেই কংগ্রেস সেখানে অনাস্থা আনে। এদিন সেই অনাস্থা ভোটেই জিতে গিয়েছে কংগ্রেস। আপাতত ঠিক হয়েছে তপনবাবুর স্ত্রী পূর্ণিমা কান্দুকে পুরপ্রধান হিসাবে তুলে ধরে সেখানে ২জন নির্দল কাউন্সিলরের সমর্থনে বোর্ড গড়বে কংগ্রেস। তারজন্য খুব শীঘ্রই ঝালদার মহকুমা শাসকের কাছে কংগ্রেসের তরফে লিখিত ভাবে বোর্ড গঠনের দাবিপত্রও পেশ করা হবে। যদিও নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার ঝালদায় প্রশাসক বসাতে চাইছে। খুব সম্ভবত ঝালদার মহকুমা শাসককেই সেই দায়িত্ব দেওয়া হতে পারে। এরপর পঞ্চায়েত নির্বাচনের সময়ে রাজ্যের আরও ১০-১২টি পুরসভার সঙ্গে ভোট করিয়ে নেওয়া হবে ঝালদায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

বেনজির কাণ্ড, বীরভূমে বিজেপির হয়ে মনোনয়ন জমা দুই প্রার্থীর

ম্যাচ ফিক্সিংয়ের মতো বিজেপি ‘অর্ডার ফিক্সিং’ করছে, তোপ অভিষেকের

অভিজিৎকে নিশানা বানিয়ে দেবাংশুকে বড় দায়িত্ব দিলেন মমতা

তমলুকে মমতার নিশানায় অভিজিৎ, বাদ পড়লেন না বিকাশও

ফের দুয়ারে ভোট, শান্তিপুর-ফুলিয়ার তাঁত শিল্পীরা হতাশার অন্ধকারেই দিন কাটাচ্ছেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর