এই মুহূর্তে




সবুজ সাথীতে সাইকেল পেতে দিতে হচ্ছে ১০০ টাকা ‘ঘুষ’, হুলস্থূলু কাণ্ড কুলতলির স্কুলে




নিজস্ব প্রতিনিধি: রাজ্যের নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের যাতায়াতের সুবিধার জন্যে বিনামূল্যে সাইকেল দেয় রাজ্য সরকার। এবার সেই সবুজ সাথী প্রকল্পের সাইকেলের বিনিময়ে পড়ুয়াদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি ব্লকের পাচুয়াখালি উচ্চমাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই হুলস্থূল কাণ্ড। শাসকদল তথা স্কুল কর্তৃপক্ষকে ‘কাটমানি’-র অভিযোগে বিদ্ধ করতেও পিছপা হননি বিরোধীরা। তবে বিষয়টি নিয়ে হৈচৈ শুরু হতেই পড়ুয়াদের টাকা ফেরৎ দেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। বর্তমানে কুলতলি ব্লকে পাচুয়াখালি হাইস্কুলের পড়ুয়া সংখ্যা প্রায় তিন হাজারেরও বেশি।

স্কুলের বেশকিছু ছাত্রছাত্রীরা দাবি করেছে যে, সবুজ সাথীর সাইকেল নেওয়ার জন্যে তাঁদের কাছ থেকে ১০০ টাকা নিয়েছে স্কুল। কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে সবুজ সাথীর সাইকেল দেওয়ার নিয়ম। এ বিষয়ে স্কুলের এক ছাত্রী বলেছে, শুধু এই বছর নয়। বছর বছর যাঁরা যাঁরা সবুজসাথির সাইকেল নেয়, সবার কাছ থেকেই ১০০ টাকা করে নেয় স্কুল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরেই এমনটা চলছে। এমনকী কেন টাকা চাওয়া হয়, তাও জানানো হত না। কারণ জিজ্ঞাসা করলে স্যররা বকাবকি করতেন। এবং সাইকেল না পাওয়া বিষয়েও হুমকি দেওয়া হত। তাই টাকা দিতে বাধ্য হয় সকলেই। তবে এর জন্যে কোনও রসিদ দেওয়া হত না। অন্যদিকে স্কুল সূত্রে খবর, সব মিলিয়ে তাঁদের স্কুলে ২ হাজার ৪০৫ জন ছাত্রছাত্রী। সকলকেই সময়মতো সবুজ সাথীর সাইকেল দেওয়া হয়েছে।

তবে ছাত্রছাত্রীদের থেকে ১০০ টাকা নেওয়ার বিষয়ে স্কুলের প্রধানশিক্ষক মোহম্মদ জাহাঙ্গির আলমের যুক্তি, ‘আমাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, তা সঠিক নয়। রাজ্য সরকার বিনামূল্যে সাইকেল দিলেও স্কুলের সাইকেল জমা পড়ে জামতলায়। সেখান থেকে নিজেদের খরচেই সাইকেল নিয়ে আসতে হয় স্কুলে। সেই টাকা স্কুলের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া হয়। কিন্তু পড়ুয়াদের কাছ থেকে টাকা নেওয়া ঠিক নয়। একপ্রকার বাধ্য হয়েই ১০০ টাকা নিতে হয়। অনেকে পড়ুয়া টাকা না দিলে ১০০ টাকা দিয়ে দেওয়া হয় স্কুল থেকে। বিষয়টি নিয়ে এখন কুলতলিতে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এবং কুলতলির স্থানীয় তৃণমূল বিধায়ক আশ্বাস দিয়েছেন যে, যাদের থেকে টাকা নেওয়া হয়েছে, তাঁদের সকলের টাকা ফেরৎ দেওয়া হবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কড়া হাতে সব অশান্তি দমন করার নির্দেশ সিপি মনোজ ভার্মার

দুপুরেই নামতে পারে দুর্যোগ, জেলায় জেলায় সতর্কতা, পারদ নামল কতটা ?

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড একাধিক জেলা, বাজ পড়ে মৃত ২

পুলিশের জালে জাফরাবাদে জোড়া খুনের মূল অভিযুক্ত

ধুলিয়ান থেকে সরছে না কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের

শালবনিতে সুখবর : জিন্দলদের পাওয়ার প্ল্যান্টের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর