এই মুহূর্তে




সিকিম থেকে শিলিগুড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, খাদে পড়ল কলকাতার পড়ুয়াদের গাড়ি

google

নিজস্ব প্রতিনিধি :  সিকিম থেকে শিলিগুড়ি ফেরার পথে কলকাতার ৮ স্কুল পড়ুয়াকে নিয়ে দুর্ঘটনার কবলে গাড়ি। এস্কারশনের জন্য কলকাতা থেকে গিয়েছিল পড়ুয়ারা। দুর্ঘটনায় সকলেই ছোটোখাটো আহত হয়েছে বলে জানা গিয়েছে। তবে বর্তমানে সকলেই সুস্থ রয়েছে।

স্থানীয় সূত্রে খবর, সিকিম থেকে চিত্রের কাছে নামার সময় আচমকা লেপচাঝোড়ার  ১০ নম্বর জাতীয় সড়কে পড়ুয়াদের ওই গাড়িটির উপর ভেঙে পড়ে একটি বিশাল গাছ। ওই গাড়িতে ছিল কলকাতার নেতাজি মহাবিদ্যালয়ের ভূগোলের ৮ পড়ুয়া। এক্সারশনের জন্য তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল সিকিমে। সেখানে কাজ সেরে শিলিগুড়ির দিকে ফিরছিল তারা। আচমকাই ঘনিয়ে আসে বিপদ। গাড়িটি আচমকা খাদে পড়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন সকলেই। গাড়ির চালক ও পাশের আসনে থাকা যাত্রী বরাত জোড়ে বেঁচে গিয়েছে। তবে চালকের আঘাত গুরুতর। বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারত, সেই ভেবে আতঙ্কিত সকলেই। তবে আহতদের বর্তমানে সকলেই ঠিক আছে বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় কালিম্পং থানার পুলিশ। স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কালিম্পং হাসপাতালে। সেখানেই তাঁদের প্রাথমিক চিকিৎসা হয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ গাড়ি সিকিমের বোলেরো ছিল।

অন্যদিকে, রাস্তায় পড়ে থাকা গাছটির কারণে ১০ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বনদপ্তরের কর্মীরা দ্রুত গাছ কেটে সরিয়ে নিলে ফের স্বাভাবিক হয় গাড়ি চলাচল।

প্রসঙ্গত, কিছুদিন আগে শিলিগুড়িতে দুর্ঘটনার কবলে পড়েছিল একটি স্কুল বাস। চলন্ত অবস্থায় অ্যাক্সেল  ভেঙে স্কুল বাসের পিছনের ২টি চাকা খুলে যায়। ১৬-১৭ জন পড়ুয়া নিয়ে ফুলবাড়ির দিকে যাচ্ছিল বাসটি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার প্রস্তাবে সাড়া, কলকাতায় বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে ৫ লক্ষ করে আর্থিক সাহায্য সিইএসসির

তৃতীয়াতে অসুর বৃষ্টি, কলকাতা সহ একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি

জগৎবল্লভপুরে পাওনা টাকা শোধের জন্য মহিলাকে কিডনি বিক্রির চাপ, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট

‘আপনারাই আসল একান্নবর্তী পরিবার’, নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকদের বললেন মমতা

অভিষেকের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকে শোভনের, সঙ্গী বান্ধবী বৈশাখী

পঞ্চমীতে ভারী বর্ষণের সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে, কলকাতাতেও হবে বৃষ্টি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ