এই মুহূর্তে




২৬ জানুয়ারি উপলক্ষে সুন্দরবনের জলপথে জারি বিএসএফের ‘অপারেশন অ্যালার্ট’




নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে বসিরহাটের স্বরূপনগরের স্থল সীমান্ত থেকে সুন্দরবনের জল সীমান্তের বিস্তীর্ণ এলাকায় ‘অপারেশন অ্যালার্ট’ (Operation Alert)চালু হল। বিএসএফ এর(BSF) ‘অপস’ সফল করতে ২৬ জানুয়ারি আগের রাত থেকে শুরু বিশেষ নজরদারি।প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তায় জোর দিল বিএসএফ(BSF)। ২৩শে জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি বাংলাদেশ সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি চালানোর জন্য একটি নির্দেশিকাও জারি করা হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর তরফে। সেখানে উল্লেখ করা হয়েছে, বসিরহাটের সীমান্ত(Bashirhat Border) থেকে সুন্দরবনে ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ টহল চালানো হবে।

এছাড়া সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত জারি থাকবে এই ‘অপস’ বা অপারেশন অ্যালার্ট।বিএসএফের পূর্বাঞ্চলের ক্ষেত্রের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রজাতন্ত্র দিবস উদ্যাপনের জন্যই কঠোর নিরাপত্তা সুনিশ্চিত করতে বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্তে ১০ দিনের এই ‘অপস’ অ্যালার্ট শুরু হয়েছে। প্রসঙ্গতঃ বসিরহাটের স্বরূপনগর(Swarupnagar) থেকে হেমনগর পর্যন্ত স্থল ও জল সীমান্ত মিলিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। তার মধ‍্যে জল সীমান্ত ৫০কিমি ও স্থল সীমান্ত ৪৬ কিমি। বিএসএফের ১০২, ১৪৩, ৭৪, ৮৫ ও ১১৮ ব্যাটেলিয়নকে বিশেষ ভাবে নজর রাখতে বলা হয়েছে। বিএসএফের স্পিডবোট ও ওয়াটার আউটপোস্ট সহ একাধিক জলযানে রায়মঙ্গল, কালিন্দী, গোমতী ও ইছামতি নদীতে টহল দিচ্ছে বিএসএফ জওয়ানরা।

বিশেষ করে ঘোজাডাঙ্গা সীমান্ত(Ghojadanga Border) যেখান থেকে বাংলাদেশি পর্যটক, পড়ুয়া ও রুগীরা পাসপোর্টে ভারতে প্রবেশ করেন। সেখানে তল্লাশি চালানো হচ্ছে জোর কদমে। এর আগেও বসিরহাটের একাধিক সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের প্রবেশ করে একাধিক নাশকতার ঘটনা ঘটিয়েছেন ভিনদেশীরা। তাই পুরো এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করতে বিএসএফ-এর এই উদ্যোগ। সীমান্তে দায়িত্বে থাকা সবক’টি বর্ডার আউট পোস্টকে বিএসএফ-এর তরফে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। পাশাপাশি বসিরহাট পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং(Naka Checking) চালু হয়েছে। স্বরূপনগর, বাদুড়িয়া, হিঙ্গলগঞ্জ হাসনাবাদ, বসিরহাট ও হেমনগর সহ বসিরহাট পুলিশ জেলার ১১টি থানার উদ্যোগে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে এবং বাজারগুলোতে নাকা চেকিং চালানো হচ্ছে। দিনরাত চলছে টহলদারি। তেঁতুলিয়া, বসিরহাট, মালঞ্চ, হাসনাবাদের বনবিবি সেতু, কাটাখালি সেতু ও হাড়োয়া সেতুতে নাকা চেকিং চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় আততায়ী একাধিক থাকার সন্দেহ পুলিশের

বহরমপুরের কাশিম বাজারে মন্দিরের কালী মূর্তি ভাঙার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এল

জঙ্গলমহলের রাস্তায় পরীক্ষার্থীদের নিরাপত্তায় বাঘের আতঙ্ক কাটাতে বন্দুক হাতে ঘুরবে বন দফতর

কাঁথি কো- অপারেটিভ ব্যাংকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঘোষণা করল দল

চন্দ্রকোণাতে বেহাল ব্রিজের জরাজীর্ণ অবস্থা ,ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত

মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে পয়সা নেবেন না বাস চালকরা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর