এই মুহূর্তে




সুন্দরবনে রায়মঙ্গল নদীবাঁধে ধস, পরিদর্শনে হিঙ্গলগঞ্জের বিডিও

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের হেমনগরের যোগেশগঞ্জের রায়মঙ্গল নদীর খিদিরের খেয়াঘাট সংলগ্ন এলাকার বাঁধে ৩০০ থেকে ৪০০ ফুট ধস ।আতঙ্কেএলাকার মানুষজন। কথায় আছে নদীর ধারে বাস আতঙ্ক বারো মাস। আর এই বাঁধ(Dam) মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করেছে সেচ দফতর। আর সেই কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ওই স্থানে যান হিঙ্গলগঞ্জের বিডিও(BDO) দেবদাস গাঙ্গুলী, হেমনগর কোস্টাল থানার ওসি(OC) মনোয়ম হোসেন, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল,যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপা মণ্ডল। বিডিও দেবদাস গাঙ্গুলী তিনি ওই স্থানে যান সব রকম কাজ তিনি খতিয়ে দেখেন।

ক্ষতিগ্রস্ত পরিবারদের ব্লক থেকে যতটুকু সহযোগিতা করা যায় তিনি করেছেন, এবং আতঙ্কিত এলাকার মানুষদের তিনি আশ্বাস দেন নির্ভয়ে থাকতে। সব সময় হিঙ্গলগঞ্জের বিডিও তাদের পাশে ছিল আছে থাকবে বলে কথা দেন তিনি। বাঁধের আশপাশে যাদের বাড়িঘর রয়েছে সেই সমস্ত সাধারণ মানুষ জনকে নিরাপদে স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ তিনি দিয়েছেন। সেই সাথে সাথে সেচ দফতরকে জানিয়েছেন দ্রুততার সহিত কাজ সম্পন্ন করার জন্য। যাতে কোন বিপর্যয় না ঘটে। ওই এলাকার উপরে প্রশাসন নজর রাখছে বলে জানা গিয়েছে।

হিঙ্গলগঞ্জের(Hingalganj) বিডিও জানান, রায়মঙ্গল এর ধারে ওই গ্রামে যে বাঁধ রয়েছে তাতে ফাটল মেরামতির কাজ চলছে। কিছু লোকজনকে সরিয়ে কাজ করতে হচ্ছে। বাকিদের সতর্ক থাকতে বলা হয়েছে। খবর পাওয়া মাত্র সেচ দফতরকে বিষয়টি জানানো হয়। মেরামতির কাজ শুরু হয়েছে। যাতে কোন অঘটন না ঘটে তার জন্য খবর পাওয়া মাত্র ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মামলাকারীদের ১০ নম্বর দেওয়া হবে না কেন? এসএসসি’র অবস্থান তলব বিচারপতি অমৃতা সিনহার

স্ত্রী পুত্রের নথিতে গোলমাল, দেশছাড়া হতে হবে, SIR আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়

BLO দের সহায়তার জন্য দেওয়া হচ্ছে সহকারী, ফর্ম ডিজিটাইজেশন নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন

কথা দিয়েও বেহালা পশ্চিমের জনতা দরবারে গেলেন না, জেলমুক্তির এক সপ্তাহ পরেও গৃহবন্দি পার্থ

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ