এই মুহূর্তে




সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় কোটি টাকা ব্যয়ে রাস্তা সংস্কারে উদ্যোগী প্রশাসন

নিজস্ব প্রতিনিধিও, সুন্দরবন: কোটি টাকা ব্যয়ে পুনঃনির্মাণ হবে দুই জেলার সংযোগকারী সুন্দরবনের প্রত্যন্ত এলাকার রাস্তা । উপকৃত হবেন দুই জেলার কয়েক লক্ষ মানুষ।দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার রাস্তা সংস্কারের উদ্যোগী প্রশাসন।উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের(Haroa Block) শালিপুর গ্রাম পঞ্চায়েতের কলু পুকুর মোড় হইতে বোয়ালঘাটা সেতু(Boalgahta Setu) পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় বেহাল অবস্থাতে রয়েছে স্কুল ছাত্র-ছাত্রী রবি থেকে শুরু করে নিত্যযাত্রীরা প্রতিদিনই প্রায় দুর্ঘটনা সহ নানান সমস্যার সম্মুখীন হতেন এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে অর্থাৎ স্থানীয় জন প্রতিনিধিদের উদ্যোগে দীর্ঘদিন পড়ে থাকা বেহাল রাস্তা অবশেষে সংস্কার করা হবে।

জানা যায়, প্রকল্পের মত মাধ্যমে এই রাস্তাটি সংস্কার করা হবে ফলে নিত্যযাত্রী ছাত্র-ছাত্রী সহ সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা যায়, প্রায় এক কোটি ৮ লক্ষ টাকা ব্যয় এই পাঁচ কিলোমিটার রাস্তা পুনর নির্মাণ করা হবে ফলে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন। হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা ফিতে কেটে রাস্তার শুভ সূচনা করেন। পশ্চিমবঙ্গ সরকারের এমন উদ্যোগে খুশি হয়েছেন সাধারণ মানুষ।

রাস্তা উদ্বোধন করে আব্দুল খালেক মোল্লা বলেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এই রাস্তাটি পুনঃনির্মাণ হওয়ায় উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে তার পাশাপাশি স্কুল পড়ুয়া রোগী সহ নৃত্য যাত্রীরা ও উপকৃত হবেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি আব্দুল খালেক মোল্লা বিশিষ্ট সমাজসেবী ফরিদ জমাদার ইউনুস আলী, ওয়াসিমুল হক ।এছাড়াও উপস্থিত ছিলেন শালিপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি ফরিদুল ইসলাম উপপ্রধান অবনী মণ্ডল সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় রাস্তা উদ্বোধনের কাজ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডেঙ্গুর বলি ভাঙড়ের লাঙলপোতার মাজেদা বিবি, আইডি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যু

নবগ্রামে জঙ্গি সংগঠনের কাছ থেকে পাওয়া ফোন নাম্বারের সূত্র ধরে হানা NIA’ র

SIR ফর্ম হাতে পাওয়ার পর নথি নিয়ে টেনশন, আত্মহত্যা টোটো চালকের!

পার্থের মুক্তি নিয়ে মুখ খুললেন ‘বান্ধবী’ অর্পিতা, কী বললেন?

সামশেরগঞ্জের পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু গাজিয়াবাদে

জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ