এই মুহূর্তে




Mission ‘মাদক’, সুতি থানার পুলিশের হাতে ধরা পরল সাড়ে ৩৪ কেজি গাঁজা,ধৃত ৪

নিজস্ব প্রতিনিধি,সুতি: খবর পাকা ছিল — একটা লাল গাড়িতে করে গাঁজা পাচার হচ্ছে। দিনদুয়েক আগে গোপন সূত্রে পাওয়া এই খবরের ভিত্তিতে জাল পেতেছিল জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানার(Suti P.S.) পুলিশ অফিসাররা। গাড়িটাকে আটকাতে হবে।বিকেল তখন প্রায় সাড়ে চারটে। জঙ্গিপুরে চাঁদের মোড় সংলগ্ন সাই হোটেলের সামনে দিয়ে চলে গেছে বহরমপুরগামী রাস্তা। সেখানেই নাকা চেকিং চলছে। এখনই লাল গাড়িটা আসার কথা।গাড়ি এলও। আটকানোও হল। শুরু হল তল্লাশি। কিন্তু তন্নতন্ন করে খুঁজেও গাড়ির ভেতরে কোত্থাও কিচ্ছু পাওয়া গেল না। তাহলে?

কিন্তু ওই যে বললাম — খবর পাকা ছিল। কর্তব্যরত পুলিশ অফিসার সাব-ইন্সপেক্টর(SI) মহম্মদ শাহজাহান এবং তাঁর টিম এবার শুরু করলেন গাড়ির বিভিন্ন অংশের চিরুনি তল্লাশি। অবশেষে গাড়ির ডিকির নিচের অংশ থেকে উদ্ধার হল সাড়ে ৩৪ কেজিরও বেশি গাঁজা(Ganja)। বুদ্ধি খাটিয়েছিল পাচারকারীরা, কিন্তু শেষরক্ষা আর হল কই?

এই ঘটনায় ১) বাপন সরকার, ২) প্রেম শঙ্কর পোদ্দার এবং ৩) দেবু বিশ্বাস নামের তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে সুতি থানার পুলিশ। এই চক্রে যুক্ত থাকা বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। ধৃতদের শনিবার আদালতে পেশ করে তদন্তের সাথে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। ধৃতরা কতদিন এই ধরনের পাচারের সঙ্গে যুক্ত তা জানতে পুলিশ তদন্ত করছে। প্রতিমুহূর্তে পুলিশের নজর দাঁড়িয়ে এড়িয়ে নয়া পদ্ধতিতে গাঁজা সহ মাদক অন্যত্র পাচার করতে নানা ধরনের পদ্ধতি গ্রহণ করছে পাচারকারীরা।কিন্তু পুলিশের লাগাতার অভিযান ও নাকা চেকিং এ ধরা পড়ছেন পাচারকারীরা। উদ্ধার হচ্ছে মাদক গাঁজা সহ অন্যান্য নেশার দ্রব্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

হায় রে স্বার্থ! SIR শুরু হতেই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক সন্তানদের

CPIM-র ৬ কর্মীকে অপহরণ ও খুনে ৪৫জনকে যাবজ্জীবন

নিকট আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র, কমিশনে অভিযুক্তের শ্বশুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ