এই মুহূর্তে




তাজপুর সমুদ্র সৈকতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ৩ পর্যটক, উদ্ধার ২, মৃত ১




নিজস্ব প্রতিনিধি,তাজপুর: পূর্ব মেদিনীপুর জেলার তাজপুর সমুদ্র সৈকতে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন পর্যটক।তাজপুরে সমুদ্রে স্নানে নেমে মঙ্গলবার দুপুরে তলিয়ে গেল তিন পর্যটক(3 Tourist)। পুলিশ ও নুলিয়া দের তৎপরতায় উদ্ধার দুই পর্যটক। আশঙ্কাজনক দুই পর্যটকদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বর্তমান ১ জনকে মৃত বলে ঘোষণা করেছে চিকিৎসকরা। অপরজনের চিকিৎসা চলছে।বাকি একজন সমুদ্রে তলিয়ে যাওয়া পর্যটকের খোঁজে চলছে তল্লাশি অভিযান জারি রয়েছে। উত্তাল সমুদ্রে(Sea) স্নান করতে নেমে এই অঘটন ঘটল মঙ্গলবার দুপুরে। বঙ্গে বর্ষা প্রবেশ করেছে মঙ্গলবার।

সকাল থেকেই আকাশের মুখ মেঘলা রয়েছে। বৃষ্টিও শুরু হয়েছে। সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে। সাধারণত তাজপুর(Tajpur), মন্দারমনি, দিঘাতে সমুদ্র উত্তাল থাকলে প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সতর্ক করা হয়। মদ্যপ অবস্থায় এবং ঝুঁকি নিয়ে সমুদ্রে নামতে মানা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। জলের প্রতিনিয়ত নজরদারি ও সাবধান করার সতর্কবার্তা। কিন্তু তারপরেও বেশ কিছু পর্যটকদের কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায় না।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুর নাগাদ ওই পর্যটকরা অন্যদের মতোই সমূদ্র স্নানে নেমেছিল। তবে সমূদ্রের উত্তাল ঢেউকে উপেক্ষা করেই বেশ খানিকটা গভীরে চলে যান ওই তিন পর্যটক। ঢেউয়ের ধাক্কা সামলে তাঁরা আর ফিরতে পারছিলেন না।

ঘটনাটি দেখতে পেয়ে সমূদ্র পাড়ে উপস্থিত পর্যটকদের মধ্যে ব্যাপক শোরগোল শুরু হয়। ঘটনা নজরে আসতেই স্পিডবোট(Speed Board) নিয়ে উদ্ধারে ঝাঁপায় পুলিশ। অচেতন অবস্থায় দুই পর্যটককে উদ্ধার করা গেলেও ঢেউয়ের ধাক্কায় একজন তলিয়ে গিয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।মন্দারমনি থানা সূত্রে প্রাথমিক ভাবে জানা গেছে, সোমবার উত্তর ২৪ পরগনার বারাসত থেকে ৩টি পরিবার মন্দারমনির একটি হোটেলে এসে উঠেছিল। মঙ্গলবার বেলার দিকে তাঁরা সমূদ্র স্নানে নামে।পুলিশের প্রাথমিক অনুমান, ওই পর্যটকরা মদ্যপ অবস্থায় সমূদ্র স্নানে নেমেছিলেন। সেই সঙ্গে সমূদ্রের উত্তাল ঢেউ উপেক্ষা করেই তাঁরা বিপজ্জনক ভাবে গভীরে চলে গিয়েছিলেন। এখনও পর্যন্ত ওই পর্যটকদের নাম ও পরিচয় জানা যায়নি। এই মুহূর্তে নিখোঁজ পর্যটকের সন্ধানে স্পিড বোট নিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

সমুদ্র সৈকতে ছুটি কাটাতে এসে তারা বেলাগাম ভাবে জীবন যাপন করতে গিয়ে বা সমুদ্রে স্নান করতে নেমে অঘটনের সম্মুখীন হন। ফলে অকাল মৃত্যু ঘটে। আনন্দ করতে এসে আর জীবিত অবস্থায় ফেরা হয় না বাড়িতে। অধিকাংশ সময় বন্ধু-বান্ধবদের সঙ্গে সমুদ্র সৈকতে ঘুরতে এসে এই ধরনের মৃত্যুর ঘটনা ঘটে। আনন্দের বদলে নিরানন্দ নেমে আসে জীবনে। তাজপুর সমুদ্র সৈকতে(Sea Beach) মঙ্গলবার দুপুরে তেমনি ঘটলো তিন পর্যটকদের বেলাগাম সমুদ্র স্নানের দরুন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাজার হাজার টাকা প্রতারণার ঘটনায় প্রতারককে দড়ি দিয়ে বেঁধে চলল গণপ্রহার

ব্যাপক বৃষ্টিতে ইছামতি নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙতে পারে কাঠের সেতু, আতঙ্কিত স্বরূপনগরবা

বৃদ্ধা মায়ের সম্পত্তি হাতিয়ে নিয়ে অত্যাচারের অভিযোগ পুত্র ও তার স্ত্রী’র বিরুদ্ধে

নকল আধার কার্ড ব্যবহার করে সরকারি কাজ পাইয়ে দেওয়ার অছিলায় প্রতারণা, ধৃত ১

ডাবল ইঞ্জিন রাজ্যে বিজেপি ভোট দিতে দেয় না, ফের তোপ মমতার

৩২ বছর আগের সেই দিনের AI ভিডিও বানিয়ে ২১ জুলাইয়ের প্রচারে তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ