এই মুহূর্তে




সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা সোহমের




নিজস্ব প্রতিনিধি: ফের একটি মহান কাজ করে সংবাদের শিরোনামে নিজের জায়গা করলেন টলিউড অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী। এবার দুর্ঘটনাগ্রস্ত একজন ব্যবসায়ীকে উদ্ধার করলেন অভিনেতা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার চণ্ডীপুর বিধানসভা এলাকার অন্তর্গত হলদিয়া-মেছেদার ৪২ নম্বর জাতীয় সড়কে। শোনা গিয়েছে, ওইদিন সন্ধ্যায় জাতীয় সড়ক দিয়ে নিজের বিধানসভা থেকে কলকাতায় ফিরছিলেন সোহম। সেসময় আচমকাই রাস্তার ধারে এক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পেয়ে তৎক্ষণাৎ তাঁকে গাড়িতে তুলে নেন সোহম। এরপরই আহত ওই ব্যক্তিকে পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে নিজ দায়িত্বে ভর্তি করেন অভিনেতা সোহম চক্রবর্তী।

একটি বেসরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আহত ওই ব্যক্তির নাম আশিস মাইতি এবং তাঁর বয়স ৬০। তিনি থাকেন তমলুক থানার নাইকুড়ি এলাকায়, পেশায় তিনি একজন পান ব্যবসায়ী। আরও জানা গিয়েছে যে, ওইদিন সন্ধ্যায় নিমতৌড়ি পানের আরত থেকে বাড়ি ফেরার পথে কুমারগঞ্জ এলাকায় আশিসবাবু দুর্ঘটনার কবলে পড়েন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এমনকি হাসপাতালে ভর্তি করিয়ে ইমারজেন্সিতে থাকা চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন সোহম। তবে ঠিক কীভাবে তাঁর দুর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।

তবে এবিষয়ে সোহম চক্রবর্তীর রাজনৈতিক পরামর্শদাতা সৌম্যজিৎ সেন বলেছেন, সেই সময়ে তিনি সোহমের সঙ্গেই ছিলেন। তবে এক গাড়িতে নয়, সোহমের পেছনের গাড়িতে। তখনই দেখতেই পান একটা বাইক পড়ে রয়েছে, এবং তাঁর পাশেই উনি আহত অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে আশীষবাবুকে তিনি গাড়িতে তোলেন। এরপর তমলুক হাসপাতালে আশিস মাইতিকে নিয়ে ভর্তি করা হয়। এরপর ওই আহত ব্যক্তির বাড়িতে খবর দিয়ে তাঁরা কলকাতায় ফিরে আসেন। তবে ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটেছিল সেটা জানা যায়নি। আহত ব্যক্তির মাথা থেকে রক্ত পড়ছিল। তাই ব্যক্তিকে বাঁচানোর চেষ্টাতেই তাঁরা মত্ত ছিলেন। প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে শাসকদলের নেতৃত্বে ভোটে জিতে সেখানকার বিধায়ক হন সোহম চক্রবর্তী।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুজোর মণ্ডপে জুতো পরে ঘুরে বেড়াচ্ছে অতিথিরা, দেখামাত্রই ধমক কাজলের

এবার রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়কের বাড়িতে তল্লাশি ইডির

বাড়ির ৪০০ বছরের পুজোতে আজও নস্টালজিয়ায় ভাসেন মালা রায়

রাত করে বাড়ি ফেরায় বকুনি, মাকে খুনের চেষ্টার পরেও গায়ে আগুন মেয়ের

কোনও খবর না দিয়েই বিমান ছাড়তে ৪ ঘন্টা দেরি, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ শ্রুতির

মুখ্যমন্ত্রীকে ইমেল Joint Platform of Doctors’র, বিকালে জমায়েতের ডাক

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর