এই মুহূর্তে




পোর্টালে রয়েছে নাম, অথচ স্কুলে নেই অস্তিত্ব, সবুজসাথীর সাইকেল বিলি নিয়ে কড়া রাজ্য

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: বাম জমানায় রাজ্যে উল্লেখযোগ্য ভাবে বেড়ে গিয়েছিল মেয়েদের স্কুলছুটের ঘটনা। সেই সঙ্গে বেড়ে গিয়েছিল নাবালিকা অবস্থাতেই বিয়ের প্রবণতা ও মা হওয়ার ঘটনা। পাল্লা দিয়ে বাড়ছিল অপরিপক্ক শরীরে মা হতে গিয়ে প্রসূতি মৃত্যুর ঘটনাও। এই ছবিটা বদলাতেই পরিবর্তনের পরে অর্থাৎ ২০১১ সালের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জোর দেন মেয়েদের স্কুল ঠাকানোর ওপর। সেই সূত্রেই সামনে এসেছিল, মেয়েদের স্কুলছুটের অন্যতম কারণ ছিল বাড়ি থেকে স্কুলে যাতায়াতের ক্ষেত্রে নানা অসুবিধার কথা। সেই অসুবিধা দূর করতে মুখ্যমন্ত্রী রাজ্যজুড়ে মেয়েদের জন্য চালু করেন সবুজসাথী প্রকল্প(Sabujsathi Project)। সেই প্রকল্পে স্কুল পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল দেওয়ার কাজ শুরু হয়। পরে এই প্রকল্পে ছাত্রদেরও সামিল করা হয়। এবার পুজোর পরেই রাজ্যজুড়ে স্কুল পড়ুয়াদের হাতে সবুজসাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল(Cycle for School Students) তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আর সেখানেই এবার বেশ কড়াকড়ি করা হচ্ছে পড়ুয়া বাছাইয়ের ক্ষেত্রে।

আরও পড়ুন, দলের মুখপত্রের উৎসব সংখ্যা প্রকাশের মঞ্চ থেকেই কর্মীদের বার্তা দেবেন মমতা

কেন এই কড়াকড়ি? জানা গিয়েছে, পুজোর পরেই রাজ্য সরকার সবুজসাথী প্রকল্পের দশম দফায় ১২ লক্ষের বেশি সাইকল বিলি করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সাইকেল কারা কারা পাবে তা নিয়ে ইতিমধ্যেই স্কুলে স্কুলে গিয়ে যাচাই পর্বও চলছে। এই যাচাই পর্বতেই লক্ষাধিক নাম বাদও পড়েছে তালিকা থেকে। সবুজসাথী প্রকল্পে সাইকেল বিলি হয় রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের(Backward Class Welfare Department) মাধ্যমে। পুজোর পর থেকেই যাতে পড়ুয়াদের নতুন সাইকেল তুলে দেওয়া যায়, তার জন্য অনেক আগে থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছিল এই দফতর। বাংলার শিক্ষা পোর্টাল থেকে নবম শ্রেণিতে নথিভুক্ত ছাত্রছাত্রীদের নাম যাচাই করে তালিকা তৈরির কাজও শুরু হয়েছিল। কিন্তু সেই তালিকা স্কুলে স্কুলে গিয়ে যাচাইয়ের সময়েই সামনে আসে বেশ গরমিলের ঘটনা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, বাংলার শিক্ষা পোর্টালে নাম থাকলেও স্কুলে সেই পড়ুয়ার কোনও অস্তিত্ব নেই। সেই সূত্রেই এবারে নাম যাচাই প্রক্রিয়ায় লক্ষাধিক নাম বাদ পড়েছে তালিকা থেকে।

আরও পড়ুন, National Medical College and Hospital-এ চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২

সবুজসাথী প্রকল্পে কারা কারা সাইকেল পাবে সেটা বাংলার শিক্ষা পোর্টালে(Bangla Shiksha Portal) যতজনের নাম রয়েছে, তার ওপর ভিত্তি করেই চূড়ান্ত করা হয়। পোর্টালের সঙ্গে স্কুলগুলি যখন তাদের পড়ুয়াদের নাম মেলাচ্ছিল, তখনই একের পর এক নাম বাদ যেতে থাকে। দেখা যাচ্ছে, উত্তর ২৪ পরগনা জেলায় এই প্রকল্পের ক্ষেত্রে নাম বাদ পড়েছে ১০ হাজার জনের। দক্ষিণ ২৪ পরগনায় সে সংখ্যা প্রায় ১৩ হাজার। পূর্ব বর্ধমানে প্রায় সাড়ে ৭ হাজার। পোর্টালে শুরুতে ১১ লক্ষ ৯০ হাজার ৭৪৫জন পড়ুয়ার নাম ছিল। যাচাইয়ের পর সেই সংখ্যা হয়েছে ১০ লক্ষ ৮৩ হাজার। এভাবে বহু নাম বাদ যাওয়ার পাশাপাশি অনেক স্কুলে নবম শ্রেণিতে নতুন করে পড়ুয়াদের নাম নথিভুক্তও হয়েছে। এদের মধ্যে কারও রেজিস্ট্রেশন বকেয়া রয়েছে, কারও ভর্তি হয়েছে পরে। হিসেব করে দেখা গিয়েছে, এই সংখ্যা প্রায় দেড় লক্ষ। সেসব যাচাই করে অবশেষে সাইকেল প্রাপকদের চূড়ান্ত সংখ্যা হয়েছে ১২ লক্ষ ৭ হাজার ৭৮৩। অর্থাৎ পুজোর পরে মমতার সরকার ১২ লক্ষাধিক সাইকেল বিলি করতে চলেছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শক্তিগড়ে পথ দুর্ঘটনার বলি চিকিৎসকের স্ত্রী ও মেয়ে

সাগরে চোখ রাঙাচ্ছে গভীর নিম্মচাপ, ভাসবে গোটা বাংলা

অনশন আন্দোলনের জেরে ক্ষুব্ধ চিকিৎসকদের একাংশও, ট্যুইট কুণালেরও

সন্ধিপুজোর আগেই  আকাশছোঁয়া পদ্মের দাম, মাথায় হাত আয়োজকদের

Durga Pujo: সম্প্রীতির নজির গড়ল নানুর, মুসলমান সংখ্যাগরিষ্ঠ গ্রামে চলছে দুর্গা পুজো

পুজোর আনন্দ উধাও, সব হারিয়ে দিন কাটছে খোলা আকাশের নীচে

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর