এই মুহূর্তে




স্কুলে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছাত্রীর

নিজস্ব প্রতিবেদক: স্কুলে যাওয়ার পথে বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ছাত্রীর। বিদ্যুৎ দফতরের গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয়রা।

জলপাইগুড়ি জেলার মালবাজারের(Mal Bazar) সাইলি চা বাগানে মর্মান্তিক দুর্ঘটনায় এক ছাত্রীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। শনিবার স্কুলে যাওয়ার সময় রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই পড়ুয়ার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ছাত্রীর নাম প্রিয়া টোপ্পো। ১০ বছর বয়স তার। অন্যান্য দিনের মতো শনিবারও সকালে স্কুলে যাওয়ার উদেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল ওই পড়ুয়া। কিন্তু আর পৌঁছনো হল না স্কুলে। যাওয়ার পথেই রাস্তায় দুর্ঘটনায় মৃত্যু হল ওই পড়ুয়ার। উত্তরবঙ্গে বৃষ্টির জেরে রাস্তায় জল জমেছিল। সেই জমা জলের মধ্যেই পড়েছিল বিদ্যুতের তারের একটি অংশ। কিন্তু ১০ বছরের পড়ুয়া জানত না ওই তারে বিদ্যুৎ থাকতে পারে। সেখানে পা দিতেই সঙ্গে সঙ্গে স্পৃষ্ট হয়ে ওই জলে লুটিয়ে পড়ে সে। ওই ছাত্রীকে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। মৃত পড়ুয়ার দেহ আটকে বিক্ষোভে দেখাতে থাকেন তাঁরা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবেই বিপজ্জনক ভাবে তার রাস্তায় পড়ে রয়েছে। আবার অল্প বৃষ্টি হলেই রাস্তায় জমে যায় জল। এই জোড়া সমস্যায় যেকোনও মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আগে একাধিকবার সরব হয়েছেন বলে স্থানীয়দের দাবি। তবে বিদ্যুৎ দফতরে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি বিক্ষোভকারীদের। এদিন ছাত্রীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের তরফে এলাকাবাসীর বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করা হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার এসআইআর ফর্ম নেওয়া নিয়ে ‘ভুয়ো খবর’ ছড়ানোর পিছনে বড় ষড়যন্ত্র!

পাখির চোখ বিধানসভা ভোট, ৭ পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন BLO, চাঞ্চল্য চাঁচলে

সরকারি স্কুলে প্রার্থনা সভায় গাইতে হবে ‘বাংলার মাটি বাংলার জল’, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার থেকে কামারহাটি ‘বাংলা বাঁচাও যাত্রা’র ডাক বামেদের

বিলাসবহুল জীবন যাপনের জন্য একের পর এক চুরি, চুঁচুড়া থেকে গ্রেফতার ২ অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ