এই মুহূর্তে




মা সেজেছেন দশ হাত-পায়ে, বসিরহাটেই এবার উজ্জয়ণের মহাকালেশ্বর মন্দির

নিজস্ব প্রতিনিধি: উজ্জয়ণের মহাকালেশ্বর মন্দিরে যাওয়ার অপেক্ষা ঘুচল। বসিরহাট মানুষদের বাড়ির কাছেই মহাকালেশ্বর ধরা দিলেন। কি করে? শুরু হয়ে গিয়েছে আলোর উৎসব। বাঙালিদের কাছে দীপাবলি অর্থাৎ কালী পুজো। রাজ্যজুড়ে কালী উৎসব পালিত হচ্ছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালী পুজো হয়। আর পশ্চিমবঙ্গে দুর্গা পুজো যেমন কলকাতায় বিখ্যাত, তেমনি কালী পুজো বিখ্যাত উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি এবং বারাসতে। শুধু তাই নয়, বারাসতের আশেপাশের বসিরহাট, বনগাঁ ইত্যাদি জায়গাগুলিতেও কালী পুজো হয়। বিশেষ করে বারাসত, বসিরহাটে থিমের পুজো জনপ্রিয়। আর নৈহাটির বড় মা দর্শন করতে রাজ্যের কোণে কোণে থেকে এদিন দর্শনার্থীরা উপস্থিত হন। যদিও সারা বছর ধরেই এ মন্দিরে পুজো দিতে দর্শনার্থীদের ভিড় জমে।

এবার উজ্জয়নীর মহাকালেশ্বরী মন্দিরের আদলে সাজিয়ে তোলা হয়েছে বসিরহাটের সবুজ আয়নের ম্যান গ্রুপের চারা নবায়ন সংঘ পুজোর মণ্ডপ। তাঁদের পুজো এবার ৬৫ বছরে পূর্ণ হল। চমক এখানেই শেষ নয়, মণ্ডপের পাশাপাশি এই পুজোর কালীমাতাকে সাজিয়ে তোলা হয়েছে অন্য রূপে। চার হাতে নয়, মা সেজেছেন দশ হাত এবং দশটা পায়ে। রণচন্ডীমাকে রামকৃষ্ণ খাইয়ে দিচ্ছে সেই মূর্তির আদলে তৈরি হয়েছে এই মা। আজ এই পুজোর উদ্বোধন করলেন শিকরাকুলি গ্রামের রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী গত নন্দজী মহারাজ এবং বসিরহাট পৌরসভার পৌরমাতা অদিতি মিত্র রায় চৌধুরী ও সুবীর সরকার। সঙ্গে হাজার দ্বীপ জ্বালিয়ে মায়ের আরতি করলেন তাঁরা। পাশাপাশি ফুল বেলপাতা দিয়ে মাকে নৈবেদ্য দিলেন। ঢাক ঢোল ঘণ্টার মধ্যে দিয়ে মহাকালেশ্বরের মন্দিরের মহাকাল কালী মাতাকে পুষ্প দীপ দিয়ে শ্রদ্ধার্ঘ্য় দিলেন সম্পাদক অসময় ভট্টাচার্য ও সজল মজুমদার।

পুজো প্রসঙ্গে ক্লাবের সদস্যরা জানিয়েছেন, ‘যারা উত্তরপ্রদেশে উজ্জয়নী যেতে পারছেন না বা পারবেন না সেসব দর্শনার্থীদের জন্য আমরা এই প্রতিমা তৈরি করেছি। পাশাপাশি সবুজ আইনের মধ্য দিয়ে বিশ্ব উষ্ণায়নের রুখে দেওয়ার বার্তা দিচ্ছি। একদিকে যেভাবে গাছ নিধন চলছে। সেইটার প্রতিহত করার জন্য গাছ দিয়ে সচেতনদার বার্তা দিচ্ছি। অন্যদিকে গাছ লাগান, প্রাণ বাঁচান মূল মন্ত্র নিয়ে আমরা এবারে শ্যামা মায়ের পুজোয় ব্রতী হয়েছি।’ ইতিমধ্যেই বসিরহাটে মহাকালেশ্বরের মন্দিরের আদলে তৈরি এই কালীপূজায় দর্শনার্থীরা ভিড় উপচে পড়ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ