এই মুহূর্তে




পাকিস্তানের গোলা বর্ষণে ভয়ানক ক্ষতিগ্রস্ত সীমান্তের একাধিক অঞ্চল : ডেরেক ও’ ব্রায়ম




নিজস্ব প্রতিনিধি, কাশ্মীর: পাকিস্তানের গোলা বর্ষণে ভয়ানক ক্ষতিগ্রস্ত সীমান্তের একাধিক অঞ্চল। শুক্রবার কাশ্মীরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ(MP) ডেরেক ও’ ব্রায়ম। তিনি বলেন, তৃণমূল দলের ৫ জন প্রতিনিধি জেলা হাসপাতাল রাজৌরি এবং সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন করে।সেখানে আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করেন ও কথা বলেন তাঁরা। তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিনিধি দলে থাকা সাংসদরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশে পাঁচজনের প্রতিনিধি দল কাশ্মীরের বর্তমান পরিস্থিতি দেখতে সেখানে গিয়েছেন। ওই প্রতিনিধি দলে রয়েছেন ডেরেক ও ‘ব্রায়ম , মানস ভূঁইয়া, মমতা ঠাকুর, নাদিমুল হক ও সাগরিকা ঘোষ।

প্রতিনিধি দল ফিরে এসে তৃণমূল সুপ্রিমোকে সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেবেন। আগামীকাল কাশ্মীরের রাজৌরিতে পাকিস্তানের(Pakistan) হামলায় বিধ্বস্ত আরো দুটি গ্রাম পরিদর্শন করবে তৃণমূলের প্রতিনিধিদল। কথা বলবেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে। পাকিস্তান কিভাবে যুদ্ধ বিরতি লংঘন করে রাতের অন্ধকারে কাশ্মীরে সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে এবং তার দরুন পরিমাণ ক্ষতি হয়েছে তা দেখে শিউরে ওঠেন তৃণমূলের প্রতিনিধি দল। যে পরিমাণ ক্ষতি হয়েছে তার থেকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসতে কাশ্মীরের ওইসব এলাকার মানুষজনের বেশ কিছুটা সময় লাগবে বলে দাবি করেন সাংসদ ডেরেক ও ‘ব্রায়ম। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, কাশ্মীরে যান তৃণমূলের প্রতিনিধি দল।

দলে রয়েছেন ডেরেক ও ‘ব্রায়ম, নাদিমুল হক, সাগরিকা ঘোষ, মমতা ঠাকুর, মানস ভূঁইয়া। তৃণমূলের এই ৫ সাংসদ কাশ্মীরের ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলছেন । বুধবার জম্মু-কাশ্মীর রওনা দেন তৃণমূলের প্রতিনিধি দল। পুঞ্চে যাবেন তৃণমূলের প্রতিনিধি দল। কাশ্মীরের সোপারোতে যাবেন তৃণমূলের প্রতিনিধি দল। পাঁচজনের প্রতিনিধি দল পহেলগাঁওয়ের ঘটনার পরে এই প্রথম কাশ্মীরে যান। সেখানকার বাসিন্দাদের সাথে কথা বলে পহেলগাঁও এর ঘটনার পর সেখানকার বর্তমান পরিস্থিতি কি তার খোঁজ-খবর নেন তৃণমূলের প্রতিনিধিরা। ভারত – পাক যুদ্ধ পরিস্থিতিতে এবং পাকিস্তানের আক্রমণে সেখানে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা তারা ঘুরে দেখছেন। শুধু তাই নয়, বর্তমানে কাশ্মীরের(Kashmir) মানুষজন কি অবস্থায় রয়েছেন, তাদের আতঙ্ক কেটেছে কিনা, কাশ্মীরে পর্যটন ব্যবসার বর্তমান হাল কি সবটাই জানার চেষ্টা করছেন তৃণমূলের প্রতিনিধিরা। কথা বলছেন সেখানকার পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষ জন ও হোটেল মালিক সংগঠনদের সঙ্গে।

কাশ্মীর জঙ্গি মুক্ত করতে সেনাবাহিনীর অভিযান এবং পাকিস্তানের যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে আক্রমণ সেখানকার মানুষজনকে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন তা নিজের চোখে পর্যবেক্ষণ করছেন তৃণমূলের প্রতিনিধিরা। কাশ্মীরের বিভিন্ন প্রান্তে আগামী কয়েক দিন পরিদর্শন করবেন তৃণমূলের প্রতিনিধি দল। দেখা করবেন কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী সহ সেখানকার প্রশাসনিক কর্তাদের সঙ্গে। তৃণমূলের প্রতিনিধি দলের এই ভূস্বর্গ পরিদর্শনকে কেন্দ্র করে নিরাপত্তার সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে সেখানকার প্রশাসন। থাকছে কড়া নিরাপত্তা বলয়। যেখানে যেখানে যাবেন তৃণমূলের প্রতিনিধি দল তাদের সঙ্গে থাকবে কাশ্মীর প্রশাসন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিঘায় হোটেলের ঘর ভাড়ার রেট নির্দিষ্ট করতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা , মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা

কেরলের নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের হাতে ফিরিয়ে দিল বেলিয়াবেড়া থানা

অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে মহকুমা শাসকের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন বৃদ্ধার

জল্পেশ মন্দিরে স্কাইওয়াক, ভিড়ের হাত থেকে মিলবে রক্ষা

OBC-র বিজ্ঞপ্তিতে হাইকোর্টের স্থগিতাদেশে প্রশ্নের মুখে ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ