27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:47 pm
নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে ফের সমবায় সমিতি নির্বাচনে নিশ্চিহ্ন হয়ে গেল বিজেপি ও সিপিএম। রবিবার পাঁশকুড়ার ধনঞ্জয়পুর গোবিন্দনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোটে ১২টি আসনের সব কয়টি দখল করেছেন শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। পঞ্চায়েত নির্বাচনের আগে সমবায় সমিতির নির্বাচনে গ্রামীন মানুষের বিপুল সমর্থনে উচ্ছ্বসিত ঘাসফুল সিবিরের নেতারা। ভোটে হেরে কোরাস সুরে সন্ত্রাসের ছিঁচকাঁদুনি গেয়েছে রাম ও বাম নেতারা।
২০২১ সালের বিধানসভা ভোটে গোবিন্দনগরের মাত্র দুটি আসনে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। বাকি বুথগুলিতে এগিয়েছিল বিজেপি। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে আবাস যোজনায় দুর্নীতির মনগড়া কাহিনী ফেঁদে সাধারণ ভোটারদের বোকা বানিয়ে বাজিমাত করার চেষ্টা করেছিল রাম ও বাম শিবিরের নেতারা। বিজেপি ১১টি আসনে প্রার্থী দিয়েছিল। আর সিপিএম প্রার্থী দিয়েছিল সব কয়টি আসনে। যদিও ভোটের আগে ভোটারদের কাছে রাম ও বাম গোপন জোটের পর্দা ফাঁস হয়েছিল। রবিবার বিকেলে ভোট গণনা শেষ হতে দেখা যায়, ১২-০-তে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি দ্বিতীয় স্থানে থাকলেও তৃতীয স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বঙ্গ রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া বাম প্রার্থীরা। জয়ের পরেই সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মী-সমর্থকরা।
পাঁশকুড়ার তৃণমূল সভাপতি সুজিত রায়ের দাবি, ‘রাম-বামের সুবিধাবাদী জোটকে প্রত্যাখান করেছে সাধারণ মানুষ। বিরোধীদের কুৎসার জবাব দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মাটি-মানুষের সরকারের উন্নয়নের প্রতি আস্থা রেখেছেন ভোটাররা।’ মুখ থুবড়ে পড়লেও সেকেন্ড বয় হতে পেরেই খুশি স্থানীয় বিজেপি নেতৃত্ব। প্রাক্তন বাম বিধায়ক ইব্রাহিম আলি ট্র্যাডিশন বজায় রেখেই লজ্জার হার ঢাকতে সন্ত্রাসকে ঢাল করেছেন।