এই মুহূর্তে




রাজ্যের প্রতিটি বিধানসভায় ওয়াররুম, চালু ব্লকভিত্তিক হেল্পডেস্ক

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে শুধু হয়েছে এসআইআর-র মূল পর্বের কাজ। মঙ্গলবার সকাল থেকেই বিএলও-রা যাচ্ছেন ভোটারদের বাড়িতে বাড়িতে। পাশাপাশি রয়েছে তৃণমূলের এসআইআর সহায়তা শিবিরও। প্রতিটি বিধানসভায় একাধিক ওয়াররুম খোলা হয়েছে। এখানে বিধায়ক ও সাংসদরাও থাকবেন। শহর থেকে জেলা সর্বত্র সহায়তা শিবির খুলেছে তৃণমূল-সিপিএম। নিজের নিজের এলাকায় ক্যাম্প ও হেল্পডেস্ক খোলা হয়েছে। কোনও সমস্যা হলে সেখানে গেলেই সাহায্য মিলবে বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। এসআইআর-র প্রতিবাদে মঙ্গলবারই পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একটিও বৈধ ভোটও বাদ যাবে না। এমনই কথা বলতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মানুষকে আতঙ্কিত না হওয়ার কথাও বলা হয়েছে। মানুষের প্রয়োজনে তাঁরা রাস্তায় নামার ডাকও দিয়েছেন। মন্ত্রী থেকে দলীয় কর্মীদের সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। কারণ এসআইআর ও এনআরসি আতঙ্কে ইতিমধ্যেই রাজ্যে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে মানুষের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। সেই কারণে জেলায় জেলায় এমনকি শহরেও তৃণমূলের পক্ষ থেকে সহায়তা শিবির খোলা হয়েছে। সেখানে হাজির রয়েছেন স্থানীয় কর্মীরা। তাঁরাই সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। কোনও সমস্যা হলে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করার আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, এই ওয়াররুমে সমস্ত তথ্য এসে পৌঁছবে। এখানে বিধায়ক, সাংসদদের হাজির থাকার কথা বলা হয়েছে। বিএলও দের সঙ্গে যাঁরা হাজির থাকছেন, তাঁদের মারফত সব তথ্যই এই ওয়াররুমে এসে পৌঁছবে। সাধারণ মানুষের কোনও সমস্যা যাতে না হয়, সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন। শহর কলকাতা সহ বারাসত, নদিয়া, বীরভূম, সর্বত্রই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিএলওরা। সঙ্গে রয়েছেন বুথ লেভেল এজেন্টরা। ব্লকে ব্লকে হাজির রয়েছেন কর্মী সমর্থকরা। মানুষ যাতে ভয় না পান, আতঙ্কিত না হন, সেদিকে নজর রাখা হয়েছে। তৃণমূলের পাশাপাশি সহায়তা কেন্দ্র খুলেছে বামেরাও। তাঁদের কর্মী সমর্থকরাও মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। এসআইআর নিয়ে মানুষের যাতে সমস্যা না হয়, সেদিকে নজর রাখা হয়েছে।

এনুমারেশন ফর্মে কিছু বুঝতে না পারলে বিএলওদের পাশাপাশি সহায়তা কেন্দ্রের কথআও বলা হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও যাতে কোনও অহেতুক আতঙ্ক সৃষ্টি না হয়, তার জন্য কোনও তাড়াহুড়ো না করে ধীরেসুস্থে প্রথম দিনের কাজ শুরু করা হয়েছে। শহর কলকাতা সহ বারাসত, নদিয়া, বীরভূম, সর্বত্রই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিএলওরা। সঙ্গে রয়েছেন বুথ লেভেল এজেন্টরা। ব্লকে ব্লকে হাজির রয়েছেন কর্মী সমর্থকরা। মানুষ যাতে ভয় না পান, আতঙ্কিত না হন, সেদিকে নজর রাখা হয়েছে। তৃণমূলের পাশাপাশি সহায়তা কেন্দ্র খুলেছে বামেরাও। তাঁদের কর্মী সমর্থকরাও মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। এসআইআর নিয়ে মানুষের যাতে সমস্যা না হয়, সেদিকে নজর রাখা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার এসআইআর ফর্ম নেওয়া নিয়ে ‘ভুয়ো খবর’ ছড়ানোর পিছনে বড় ষড়যন্ত্র!

পাখির চোখ বিধানসভা ভোট, ৭ পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন BLO, চাঞ্চল্য চাঁচলে

সরকারি স্কুলে প্রার্থনা সভায় গাইতে হবে ‘বাংলার মাটি বাংলার জল’, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার থেকে কামারহাটি ‘বাংলা বাঁচাও যাত্রা’র ডাক বামেদের

বিলাসবহুল জীবন যাপনের জন্য একের পর এক চুরি, চুঁচুড়া থেকে গ্রেফতার ২ অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ