এই মুহূর্তে




সরকারি স্কুলে প্রার্থনা সভায় গাইতে হবে ‘বাংলার মাটি বাংলার জল’, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে সমস্ত সরকারি স্কুলের সকালের প্রার্থনায় গাইতে হবে ‘বাংলার মাটি বাংলার জল’। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সরকারি ও সরকার অনুমোদিত সমস্ত স্কুলের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথের এই গানটি ২০২৩সালে রাজ্য সংগীত হিসেবে নির্ধারণ করা হয়। বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাব পাস করা হয়। যদিও এর আগে থেকে একে কেন্দ্র করে নানা বিতর্ক তৈরি হয়েছে। প্রকাশ্য জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) বাঙালির প্রাণ ,বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা অংশটি বদলে বাংলার পণ ,বাংলার আশা বাংলার কাজ বাংলার ভাষা করে দেন ।চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যের মুখ্য সচিব এক নির্দেশিকা জারি করে জানান, রাজ্যসঙ্গীত হিসেবে গাওয়া হবে নির্দিষ্ট এই অংশটি- বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক এ ভগবান।

বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক এ ভগবান। রাজ্য সংগীতটি সম্পূর্ণ হতে হবে এক মিনিটের মধ্যে। বৃহস্পতিবার নির্দেশিকায় সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের সকালের স্কুল শুরুর আগে প্রার্থনায় এই রাজ্য সংগীত গাওয়ার কথা বলা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সেক্রেটারি সুব্রত ঘোষ জানিয়েছেন, এবার থেকে এই স্কুলগুলিতে প্রার্থনাতে এই রাজ্য সংগীত বাধ্যতামূলক করা হল। সরকারি নির্দেশিকা জারি করে রাজ্য সংগীতকে প্রার্থনা সংগীত করে তোলায় ফের বিতর্ক তৈরি হয়েছে।

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাঙালির ভাবাবেগ জাগ্রত করার প্রক্রিয়া জারি বলে মনে করছেন রাজনৈতিক মহলের কেউ কেউ। তবে বঙ্গভঙ্গ বিরোধী এই গানে যে আবেগ তা উপেক্ষা করতে পারছেন না কেউই। ভারতের বহু রাজ্যের রাজ্য সংগীত রয়েছে। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন এমন কোন গান ছিল না। সর্বপ্রথম ‘বন্দে উৎকল জননী’ ওড়িশায় রাজ্য সংগীত গৃহীত হয়েছিল ১৯৩৬ সালে। ১৯৫৬ সালে অন্ধ্রপ্রদেশের রাজ্যসঙ্গীত হিসেবে গৃহীত হয় ‘মা তেলেগু থালিকি’ । অসম , উত্তরাখণ্ড, গুজরাত ,মধ্যপ্রদেশ , বিহার, কর্ণাটক থেকে শুরু করে ছত্রিশগড়, তেলেঙ্গানাতেও রাজ্য সংগীত রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার এসআইআর ফর্ম নেওয়া নিয়ে ‘ভুয়ো খবর’ ছড়ানোর পিছনে বড় ষড়যন্ত্র!

পাখির চোখ বিধানসভা ভোট, ৭ পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন BLO, চাঞ্চল্য চাঁচলে

বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার থেকে কামারহাটি ‘বাংলা বাঁচাও যাত্রা’র ডাক বামেদের

বিলাসবহুল জীবন যাপনের জন্য একের পর এক চুরি, চুঁচুড়া থেকে গ্রেফতার ২ অভিযুক্ত

টাকা না দেওয়ায় মাকে কাঁটারি দিয়ে কুপিয়ে খুন করল গুণধর ছেলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ