এই মুহূর্তে




হাড়োয়ার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হওয়ার দৌড়ে শামিল একাধিক নাম

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনা জেলার(North 24 Paraganas) হাড়োয়ার আসন্ন উপনির্বাচনে(Haroa By-Election) তৃণমূলের প্রার্থী হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন অনেকেই। বসিরহাটের(Basirhat) প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলাম(Haji Nurul Islam) সাংসদ হওয়ার পরই এই এলাকার বিধায়ক পদ ছেড়ে দিয়েছিলেন। ফলে শূন্যস্থান কে বসবে সেই নিয়ে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে জল্পনা। এরইমধ্যে বিতর্ক উস্কে দিয়েছে একটি ফ্লেক্স। যাতে লেখা রয়েছে, ‘আসন্ন ১২১ হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে হাড়োয়া বিধানসভার ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে দেখতে চায় হাড়োয়া বিধানসভার সাধারণ জনগণ’। এলাকাবাসীদের দাবি, এই কাজ স্থানীয় তৃণমূল কর্তৃত্বের একাংশের।

আরও পড়ুনঃ মুখোমুখি দুই নারী বাহিনী, আজ রাতেই বিশ্বকাপ ফাইনাল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার

এই ঘটনার ফলে স্পষ্ট হয়ে যাচ্ছে, ওই এলাকার তৃণমূল কর্মীদের একাংশ তাঁদের বিধায়ক হিসেবে কোনও বহিরাগত প্রার্থী বা তারকা প্রার্থীকে চাইছেন না। যদিও বাকি তৃণমূল কর্মীদের দাবি, তাঁরা এই ফ্লেক্স সমর্থন করেন না। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের এক নেতার বক্তব্য, ‘যাঁরাই স্থানীয় প্রার্থীর দাবিতে পোস্টার ঝুলিয়েছেন, তাঁরা মোটেই ভালো কাজ করেননি। দল যাঁকে টিকিট দেবেন, তিনিই আমাদের প্রার্থী। এ ভাবে দলের নেতৃত্বের ওপর চাপ তৈরি করা ঠিক নয়।’

এহেন পরিস্থিতির কারণ, হাজি নুরুল ইসলামের অনুপস্থিতে ওই শূন্য পদের দাবিদার হিসেবে উঠে আসছে অনেকের নাম। প্রথমত, প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন প্রয়াত সাংসদ হাজি নুরুলের দুই পুত্র। তাঁর বড় ছেলে আনারুল ইসলাম এবং মেজো ছেলে রবিউল ইসলাম। দুজনেই সক্রিয় তৃণমূল কর্মী এবং স্থানীয় জেলা তৃণমূলের অন্যতম কর্মকর্তা। এছাড়া ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী হাকিমের নামও যুক্ত হয়েছে এই তালিকায়। নেপথ্যে রয়েছে এক চমকপ্রদ কারণ। লোকসভা নির্বাচনের মাস ছয়েক আগে থেকেই বসিরহাট লোকসভায় যাতায়াত বাড়িয়েছিলেন প্রিয়দর্শিনী। সেই সময় তাঁর বসিরহাটে প্রার্থী হওয়ার গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু লোকসভায় হাজি নুরুলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ায় যাবতীয় জল্পনা থেমে যায়। তবে প্রয়াত সাংসদের অবর্তমানে ফের বৃদ্ধি পেয়েছে তাঁর প্রার্থী হওয়ার জল্পনা।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে কিশোরীর গলা কামড়ে টেনে নিয়ে গেল বাঘ

এছাড়াও, এই পদের জন্য অন্দরে অন্দরে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন এলাকার একাধিক সক্রিয় তৃণমূল কর্মীরা। কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ এই আসন? এর উত্তর খুব সহজেই অনুমেয়। গত লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন হাজি নুরুল ইসলাম। তাই এহেন নিশ্চিত জয়ের আসনে বসার আকাঙ্ক্ষা তৈরি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তরফে কাকে এই স্থানের প্রার্থী করা হবে তা এখনও ঘোষণা করা হয়নি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

খুনের চেষ্টার অভিযোগে বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের ৩ বছরের কারাদণ্ড

কালনায় হোমে ১০ বছরের ছাত্রের ‘রহস্যমৃত্যু’ ঘিরে চাঞ্চল্য

সাঁইথিয়ায় সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা!পা পিষে দিয়ে চলে গেল মহিলা যাত্রীর

বামেদের উত্তর কন্যা অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রণক্ষেত্রের চেহারা নিল শিলিগুড়ি

চার বছরের প্রেমে ছ্যাঁকা! বারান্দায় ধর্নায় বসে প্রেমিকের বিয়ে আটকালেন তরুণী

খেলার বল নিয়ে বিবাদের জেরেই ৪ বছরের শিশুকে খুন, ডোমজুড়ে গ্রেফতার নাবালক

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর