এই মুহূর্তে

Airtel-এর ধামাকা! একবার রিচার্জ, সারা বছর টেনশন ফ্রি, পাবেন আনলিমিটেড কলিং মাত্র ৫টাকায়

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে মোবাইল রিচার্জের দাম যেভাবে বাড়ছে, তাতে প্রতি মাসে রিচার্জ করতে গিয়ে মধ্যবিত্তের পকেটে টান পড়ছে। ঠিক এই সময়ে দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Airtel নিয়ে এল এক স্বস্তির খবর। আপনি কি এমন কোনও প্ল্যান খুঁজছেন, যেখানে একবার রিচার্জ করলেই সারা বছরের ছুটি? তাহলে Airtel-এর এই সস্তা বার্ষিক প্ল্যানটি আপনার জন্যই। মাত্র ১৮৪৯ টাকা খরচ করে আপনি পেয়ে যাবেন পুরো ৩৬৫ দিন বা এক বছরের ভ্যালিডিটি, মানে প্রতিদিন মাত্র ৫ টাকা খরচ। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক এই প্ল্যানের খুঁটিনাটি সুবিধাগুলো।

প্ল্যানের মূল আকর্ষণ: কলিং এবং SMS

এই প্ল্যানটি মূলত সেইসব গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, যারা ডেটার চেয়ে কথা বলা বা কলিং-এর ওপর বেশি গুরুত্ব দেন।

  • আনলিমিটেড কলিং: এই প্যাক রিচার্জ করলে আপনি লোকাল, STD এবং রোমিং—যে কোনও নেটওয়ার্কে যত খুশি কথা বলতে পারবেন। এর জন্য বাড়তি কোনও পয়সা কাটবে না।
  • SMS সুবিধা: সারা বছরের জন্য আপনি মোট ৩৬০০টি SMS পাঠানোর সুবিধা পাবেন। অর্থাৎ, মেসেজ পাঠানোর জন্যও আপনাকে আলাদা খরচ করতে হবে না।

ডেটা সুবিধা কি আছে?

এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। ১৮৪৯ টাকা-র এই প্ল্যানে কোনও ইন-বিল্ট ডেটা বা ইন্টারনেট সুবিধা নেই। এটি একটি ‘ভয়েস অনলি’ (Voice Only) বা ভ্যালিডিটি এক্সটেনশন প্ল্যান। তবে আপনার যদি মাঝে মাঝে ইন্টারনেটের প্রয়োজন হয়, তবে আপনি প্রয়োজনমতো ছোট ডেটা প্যাক বা ‘ডেটা ভাউচার’ রিচার্জ করে নিতে পারেন।

১৭,০০০ টাকার গিফট একদম ফ্রি!

সাধারণ কলিং প্ল্যান হলেও Airtel এতে কিছু প্রিমিয়াম সুবিধা যুক্ত করেছে, যা সত্যিই অবাক করার মতো:

১. Perplexity Pro AI: টেক দুনিয়ায় এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI-এর যুগ। এই প্ল্যানের সাথে গ্রাহকরা Perplexity Pro AI-এর সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে পাবেন। যার বার্ষিক বাজারদর প্রায় ১৭,০০০ টাকা!

২. স্প্যাম প্রোটেকশন: বিরক্তিকর স্প্যাম কল বা ফেক মেসেজ থেকে মুক্তি পেতে এই প্ল্যানে রয়েছে রিয়েল-টাইম স্প্যাম প্রোটেকশন ফিচার।

৩. ফ্রি হ্যালো টিউনস: নিজের কলার টিউন সেট করতে ভালোবাসেন? এই প্ল্যানে আপনি ৩০ দিন-এর জন্য বিনামূল্যে Hello Tunes সেট করতে পারবেন।

আপনার বাড়িতে যদি বয়স্ক বাবা-মা থাকেন যাদের ফোনে ইন্টারনেট খুব একটা লাগে না, অথবা আপনি যদি নিজের সেকেন্ডারি সিমে Incoming ও Outgoing চালু রাখতে চান—তবে এই ১৮৪৯ টাকা-র প্ল্যানটি বর্তমানে বাজারের সেরা অপশন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্মার্ট ফোনের মতোই স্লিম টিভি নিয়ে এল LG, রয়েছে আকর্ষণীয় ফিচার্স

এবার অ্যামাজন-ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই সমস্ত দুর্দান্ত মোটরসাইকেল

বিশ্বের সবচেয়ে হালকা ১৭-ইঞ্চি RTX ল্যাপটপ আনল LG! ফিচার জানলে চমকে যাবেন

শনি-রবি ছুটির দাবিতে দেশব্যপী ধর্মঘট, ২৩ জানুয়ারি থেকে টানা পাঁচ দিন রাজ্যে বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক?

স্পোর্টসবাইকের দুনিয়ার ঝড় তুলতে আসছে ইয়ামাহার এই নতুন বাইক

জানেন কি নম্বর প্লেট বলে দিতে পারে আপনার গাড়ি কোন শ্রেণির?   

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ