এই মুহূর্তে

নতুন বছরে BSNL-এর উপহার, গ্রাহকদের জন্য বিনামূল্যে নিয়ে এল এই পরিষেবা

নিজস্ব প্রতিনিধি: নতুন বছর শুরু হতে না হতেই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL তাদের গ্রাহকদের জন্য নিয়ে এল এক বিশাল সারপ্রাইজ। এতদিন ধরে BSNL ব্যবহারকারীরা যে অভিযোগটি সবচেয়ে বেশি করতেন, তা হল ঘরের ভেতরে বা বেসমেন্টে নেটওয়ার্ক না পাওয়া। সেই সমস্যার সমাধানে সংস্থা এবার সারা দেশে তাদের VoWiFi (Voice over Wi-Fi) সার্ভিস আনুষ্ঠানিকভাবে চালু করে দিয়েছে। এটি গ্রাহকদের জন্য সংস্থার পক্ষ থেকে একটি ‘ফ্রি গিফট’ বলা যেতে পারে, কারণ এর জন্য বাড়তি কোনও খরচ করতে হবে না। চলুন জেনে নিই, এই নতুন প্রযুক্তিতে আপনি ঠিক কী কী সুবিধা পাবেন।

VoWiFi বা Wi-Fi Calling আসলে কী?

সহজ কথায়, এটি হল ইন্টারনেটের মাধ্যমে সাধারণ ফোন কল করার সুবিধা। অনেক সময় দেখা যায়, বড় বিল্ডিংয়ের ভিতরে, বেসমেন্টে বা প্রত্যন্ত গ্রামে মোবাইল নেটওয়ার্কের সিগন্যাল খুব দুর্বল থাকে। ফলে কথা বলতে গেলে কল ড্রপ হয়। BSNL-এর এই নতুন সার্ভিসের ফলে আপনার ফোনে যদি মোবাইল টাওয়ারের নেটওয়ার্ক নাও থাকে, তবুও আপনি ঘরের Wi-Fi কানেকশন ব্যবহার করে HD কোয়ালিটিতে কথা বলতে পারবেন এবং এসএমএস পাঠাতে পারবেন।

উন্নত প্রযুক্তির ব্যবহার

সংস্থা জানিয়েছে, এই সার্ভিসটি IMS (IP Multimedia Subsystem) প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। এর সবচেয়ে বড় সুবিধা হল ‘সিমলেস সুইচিং’। অর্থাৎ, আপনি কথা বলতে বলতে যদি ওয়াই-ফাই জোন থেকে বেরিয়ে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসেন, তবে কলটি কাটবে না। ফোন অটোমেটিক্যালি Wi-Fi থেকে মোবাইল নেটওয়ার্কে শিফট হয়ে যাবে। গ্রাহক টেরও পাবেন না।

কোনও অ্যাপ লাগবে না, খরচও শূন্য!

সবচেয়ে স্বস্তির খবর হল, এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে কোনও থার্ড-পার্টি অ্যাপ (যেমন WhatsApp বা Messenger) ডাউনলোড করতে হবে না। এটি আপনার ফোনের ডায়াল প্যাড থেকেই সরাসরি কাজ করবে। এর জন্য BSNL কোনও অতিরিক্ত চার্জ কাটবে না। আপনার বর্তমান রিচার্জ প্ল্যান অনুযায়ীই কল চার্জ কাটা হবে।

কীভাবে চালু করবেন এই সার্ভিস?

আপনার স্মার্টফোনে BSNL-এর এই সুবিধা চালু করা খুব সহজ। নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১. প্রথমে আপনার ফোনের Settings-এ যান।

২. এরপর Network & Internet বা SIM Card & Mobile Network অপশনটি বেছে নিন।

৩. সেখানে আপনার BSNL সিমটি সিলেক্ট করুন।

৪. নিচে Wi-Fi Calling বা VoWiFi অপশন দেখতে পাবেন, সেটি ON করে দিন।

ব্যাস! এবার আপনার ফোন যদি কোনও Wi-Fi নেটওয়ার্কের সাথে কানেকটেড থাকে, তবে স্ট্যাটাস বারে VoWiFi আইকন দেখতে পাবেন এবং পরিষ্কার ভয়েস কলের আনন্দ নিতে পারবেন।

বেসরকারি টেলিকম সংস্থাগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে BSNL-এর এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। আপনি যদি BSNL গ্রাহক হন এবং কল ড্রপের সমস্যায় ভুগে থাকেন, তবে আজই সেটিংসে গিয়ে এই অপশনটি চালু করে নিন।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্মার্ট ফোনের মতোই স্লিম টিভি নিয়ে এল LG, রয়েছে আকর্ষণীয় ফিচার্স

এবার অ্যামাজন-ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই সমস্ত দুর্দান্ত মোটরসাইকেল

বিশ্বের সবচেয়ে হালকা ১৭-ইঞ্চি RTX ল্যাপটপ আনল LG! ফিচার জানলে চমকে যাবেন

শনি-রবি ছুটির দাবিতে দেশব্যপী ধর্মঘট, ২৩ জানুয়ারি থেকে টানা পাঁচ দিন রাজ্যে বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক?

স্পোর্টসবাইকের দুনিয়ার ঝড় তুলতে আসছে ইয়ামাহার এই নতুন বাইক

Airtel-এর ধামাকা! একবার রিচার্জ, সারা বছর টেনশন ফ্রি, পাবেন আনলিমিটেড কলিং মাত্র ৫টাকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ