-273ºc,
Friday, 2nd June, 2023 3:27 am
নিজস্ব প্রতিনিধি: আগামিকাল শনিবার থেকে শুরু হচ্ছে নয়া অর্থ বর্ষ। আর সেই নয়া অর্থ বর্ষ শুরুর মুখেই আম জনতার জন্য কিছুটা সুখবর বয়ে নিয়ে এলো কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ঘোষণা। শুক্রবার অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, নয়া অর্থ বর্ষের প্রথম ত্রৈমাসিকে (অর্থাৎ এপ্রিল থেকে জুন) স্বল্প সঞ্চয়ে সুদের পরিমাণ ৭০ বেসিস পয়েন্ট বাড়ানো হচ্ছে। গত ৯ মাসে এই নিয়ে তিন বার স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়াল কেন্দ্র।
গত কয়েক মাস ধরেই দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম গগনচুম্বী। রান্নার গ্যাস থেকে শুরু করে চাল-ডালের দাম সাধারণ মানুষের নাভিঃশ্বাস তুলে দিয়েছে। পাশাপাশি ওষুধ সহ মোবাইল ফোনের খরচও বেড়েছে। উল্টে আধার-প্যান সংযুক্তিকরণের নাম করে সাধারণ মানুষকে কার্যত ভয় দেখিয়ে এক হাজার টাকা করে ‘জিজিয়া কর’ আদায় করতে শুরু করেছে। ফলে ক্রমশই কেন্দ্রের বিরুদ্ধে জনরোষ বাড়ছে।
আর সেই জনরোষ সামাল দিতে নয়া অর্থ বর্ষের (২০২৩-২৪) প্রথম ত্রৈমাসিকে স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়ানোর পথে হাঁটল নির্মলা সীতারমনের মন্ত্রক। এদিন অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সঞ্চয় পত্র (ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট), কিসান বিকাশ পত্রের সঞ্চয়ের সুদ বাড়ছে। প্রবীণ নাগরিকরা এবং মাসিক সঞ্চয় প্রকল্পের গ্রাহকরাও বর্ধিত হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা সঞ্চয়ের উপর ৮ শতাংশের জায়গায ৮.২ শতাংশ সুদ পাবেন। কিসান বিকাশ পত্র যাঁদের রয়েছে তাঁদের প্রাপ্য সুদের হার ৭ শতাংশের বদলে ৭.২ শতাংশ হচ্ছে। মাসিক আয় প্রকল্পে সুদের হার ৭.১ শতাংশ থেকে বেড়ে ৭.৪ শতাংশ হচ্ছে।