এই মুহূর্তে




বাকি ৪ দিন! BSNL এর সস্তা প্রিপেইড প্ল্যান, তাড়াতাড়ি রিচার্জ করুন

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: এয়ারটেল, ভোডা, জিওর পাশাপাশি বিএসএনএল এখন গ্রাহকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আসছে। বিএসএনএল সস্তায় প্রিপেইড প্ল্যান ব্যবহার করতে পারছেন। তবে খুব বেশি দিনের জন্য নয়, সীমিত সময়ের জন্য এই প্রিপেড প্ল্যানে ছাড় দেওয়া হচ্ছে। এই অফার গ্রাহকদের রিচার্জে ৩৮ টাকা পর্যন্ত সেভ করতে সাহায্য করবে। ১৫ সেপ্টেম্বর থেকে BSNL এই অফার দেওয়া শুরু করেছে। আগামী বুধবার পর্যন্ত এই অফার চলবে। আরো সস্তায় রিচার্জ প্ল্যানগুলো খুঁজে পাওয়া যাবে।

BSNL তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্ট শেয়ার করেছে। সেখানে বলা হয়েছে, তিনটি প্রিপেইড প্যাক রয়েছে, সেখানে তাঁদের ২ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাচ্ছে। ছাড়ের মধ্যে রয়েছে ১৯৯ টাকার প্ল্যান, ৪৮৫ টাকার প্ল্যান এবং ১৯৯৯ টাকার প্ল্যান। এই তিনটি প্ল্যানে গ্রাহক টাকা বাঁচাতে পারবেন। সংস্থা জানিয়েছে, প্রতিটি রিচার্জে চাকা বাঁচাতে হবে।

১৯৯ টাকার প্ল্যানে প্রায় ৩.৮ টাকা ছাড় পাওয়া যাবে। 485 টাকার প্ল্যানটিতে মনে করা হচ্ছে ৯.৬ টাকা কম হতে পারে। পাশাপাশি ১৯৯৯ টাকার প্ল্যানে মোট ৩৮ টাকা কম হবে। বেশি সুবিধা পেতে চাইলে ১৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি সবথেকে বেশি সুবিধাজনক। প্রতি মাসের হিসেবে যে প্ল্যান রয়েছে, তার থেকে ১৯৯৯ টাকার প্ল্যান অনেক বেশি সাশ্রয়সম্মত। মাসিক রিচার্জ করলে যত বেশি সুবিধা পাওয়া যাবে, তার থেকে বেশি সুবিধা মিলবে ১৯৯৯ টাকার প্ল্যানে। বেসরকারি প্ল্যানগুলোর থেকে বিএসএনএল অনেক বেশি সস্তায় সুবিধা অফার করে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৭ হাজার ছাড়ে 6200mAh ব্যাটারি সহ Redmi 5G স্মার্টফোন কিনুন, কোথায় পাবেন?

২৬ হাজার টাকা সস্তা Samsung Galaxy-র স্মার্টফোন, কোথায় পাবেন?

চিনের পরে Oppo Reno 15 series আসবে ভারতের বাজারে, কবে?

দেখানো হচ্ছে নগ্ন মডেল, বন্দুক, প্রকাশ্যে ফ্লিপকার্টের আপত্তিকর বিজ্ঞাপনের স্ক্রিনশট

১৪ হাজার টাকার বেশি সস্তায় Google Pixel 10, কোথায় পাওয়া যাচ্ছে?

সিয়েরার নয়া সংস্করণ প্রথমে বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটারদের উপহার দিচ্ছে টাটা মোটরস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ