এই মুহূর্তে




ফেসবুক থেকে ডিলিট করা পোস্ট  কি করে ফিরে পাবেন! জেনে নিন নিয়ম

নিজস্ব প্রতিনিধিঃ ফেসবুক থেকে মুছে ফেলেছেন আপনার পোস্ট। কিন্তু আপনি এখন চাইছেন সেই পুরো পোস্টটি ফিরিয়ে আনতে । তাই এবার সহজেই এই নিয়মের মাধ্যমে ফিরিয়ে আনুন আপনার সেই পুরানো পোস্ট। ফেসবুকে সাধারণত মুভ টু আর্কাইভ ও মুভ টু রিসাইকেল—এই দুটি অপশনের মাধ্যমে পোস্ট মুছে ফেলা যায়। মুভ টু রিসাইকেল বাটন প্রেস করলে মুছে ফেলা পোস্ট রিসাইকেল বিনে জমা হয় আর মুভ টু আর্কাইভ বাটনে প্রেস করলে মুছে ফেলা পোস্ট আর্কাইভে জমা হয়।

আপনি চাইলে  মুভ টু রিসাইকেল বাটন প্রেস করে ৩০ দিনের মধ্যে সেই পুরানো পোস্টটি ফিরিয়ে আনতে পারেন। তবে ৩০ দিন পর রিসাইকেল বাটন থেকে আপনি কিন্তু আর সেই পুরানো পোস্টটি ফিরে পাবে না। অন্যদিকে আর্কাইভ করা পোস্ট ফিরিয়ে আনার জন্য স্মার্টফোনের ফেসবুক অ্যাপে প্রবেশ করে প্রোফাইলে যেতে হবে। এবার প্রোফাইল নামের নিচে এডিট প্রোফাইল এর পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করলেই আপনি আর্কাইভ করা পোস্টগুলি দেখতে পাবেন । আর সেখান থেকেই আপনি আপানার সেই পুরানো ছবিগুলি ফিরে পাবেন।

প্রসঙ্গত , বর্তমানে সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুক। আমরা প্রতিদিন নিজেদের কর্মকাণ্ড নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করি এই ফেসবুকের মাধ্যমেই ।  তবে ফেসবুকে আমরা প্রায়ই ভুল করে পোস্ট মুছে ফেলি।  তাই সহজেই এবার ফিরে পাবেন আপনার শেয়ার করা সেই পুরানো পোস্ট।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্বমহিমায় বাজার কাঁপাচ্ছে এই দুর্ধর্ষ ম্যাক্সি স্কুটার

হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে এই দুর্দান্ত ব্লুটুথ স্পিকারগুলো! এবার জমে যাবে পার্টি আর পিকনিক

মাত্র ৩,১৬৭ টাকায় 200MP ক্যামেরার Vivo X300 সিরিজ এখন হাতের মুঠোয়! কিভাবে জেনে নিন

মাত্র ১৩৯ টাকায় ৩০০ জিবি ডেটা দিচ্ছে এই মোবাইল পরিষেবা  সংস্থা! বিশ্বাস হচ্ছে না?

প্রিয় বন্ধুর জায়গা নিয়েছে ChatGPT বা AI? বিশ্বাস করে এই ১০টি জিনিস শেয়ার করলেই ঘনাবে বিপদ

প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা বাঁচাতে পারলে পাবেন ১৭ লক্ষ! দূর্দান্ত স্কিম আনল পোস্ট অফিস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ