এই মুহূর্তে

জিও’র সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান! ৭৫ টাকায় ২৩ দিনের আনলিমিটেড কলিং, ইন্টারনেট ডেটা

নিজস্ব প্রতিনিধি: আজকাল মোবাইল রিচার্জের দাম যা বেড়েছে, তাতে মাসের শেষে পকেটে টান পড়াটাই স্বাভাবিক। কিন্তু এই অগ্নিমূল্যের বাজারেও রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য নিয়ে এল এক স্বস্তির খবর। মাত্র ৭৫ টাকা খরচ করলেই মিলবে প্রায় এক মাসের মুক্তি! বিশ্বাস হচ্ছে না? চলুন, বিস্তারিত জেনে নিই।

যদি আপনি বা আপনার বাড়ির কেউ JioPhone ব্যবহার করেন, তবে এই খবরটি বিশেষ করে আপনার জন্যই। জিও চুপিসারে এমন একটি প্ল্যান অফার করছে, যা বর্তমানে টেলিকম মার্কেটের অন্যতম সস্তা রিচার্জ হিসেবে বিবেচিত হচ্ছে।

মাত্র ৭৫ টাকায় কী কী সুবিধা মিলবে?

রিলায়েন্স জিও-র এই ৭৫ টাকার প্ল্যানটি ছোট হলেও এর সুবিধাগুলো কিন্তু বিশাল। এক নজরে দেখে নেওয়া যাক কী কী থাকছে এই প্যাকেজে:

১. আনলিমিটেড কলিং: রিচার্জ করলেই চিন্তা শেষ! দেশের যে কোনও নেটওয়ার্কে যত খুশি কথা বলুন, কোনও বাড়তি পয়সা লাগবে না।

২. ২৩ দিনের ভ্যালিডিটি: মাত্র ৭৫ টাকায় আপনি পাচ্ছেন পুরো ২৩ দিন-এর ভ্যালিডিটি। অর্থাৎ, সিম চালু রাখা নিয়ে আর কোনও টেনশন নেই।

৩. ইন্টারনেট ডেটা: কলিংয়ের পাশাপাশি ডেটাও পাবেন। এই প্ল্যানে মোট ২.৫ জিবি ডেটা পাওয়া যাবে। এর হিসাবটা হল-প্রতিদিন ১০০ এমবি করে ডেটা পাবেন, আর এর সঙ্গে বাড়তি ২০০ এমবি বোনাস ডেটা দেওয়া হবে।

৪. ইন্টারনেট স্পিড: দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলেও ইন্টারনেট বন্ধ হবে না, তবে স্পিড কমে ৬৪ Kbps হয়ে যাবে। WhatsApp চ্যাটিং বা সাধারণ ব্রাউজিংয়ের জন্য এটি যথেষ্ট।

৫. এসএমএস সুবিধা: জরুরি বার্তা পাঠানোর জন্য থাকছে মোট ৫০টি SMS সম্পূর্ণ ফ্রি।

বাড়তি পাওনা: বিনোদন ও স্টোরেজ

শুধু কল আর ডেটা নয়, এই প্ল্যানের সাথে আপনি JioTV-র সাবস্ক্রিপশনও পাবেন। অর্থাৎ ফোনে লাইভ টিভি দেখার মজাও নিতে পারবেন। এছাড়াও থাকছে Jio AI Cloud-এর অ্যাক্সেস, যেখানে আপনি আপনার গুরুত্বপূর্ণ ফাইল বা ছবি নিরাপদে সেভ করে রাখতে পারবেন।

কারা পাবেন এই সুবিধা?

এখানেই একটা ছোট টুইস্ট আছে। রিলায়েন্স জিও-র এই দুর্দান্ত প্ল্যানটি শুধুমাত্র JioPhone ব্যবহারকারীদের জন্যই আনা হয়েছে। আপনি যদি সাধারণ অ্যান্ড্রয়েড বা আইফোন ব্যবহারকারী হন, তবে দুঃখিত, এই প্ল্যানটি আপনার জন্য কাজ করবে না। এটি ফিচার ফোন ইউজারদের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে।

আপনার বাড়ির বয়স্ক সদস্যদের জন্য যদি কম খরচে সিম চালু রাখার দরকার হয়, তবে এই ৭৫ টাকার প্ল্যানটি সেরা বিকল্প হতে পারে। এত কম টাকায় কলিং, ডেটা এবং অ্যাপ অ্যাক্সেস—সত্যিই অভাবনীয়!

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৭০ হাজার টাকা হোন্ডা সিটি কিনে লাখ টাকার জরিমানা, মাথায় হাত পড়ুয়ার

মুম্বইয়ের রাস্তায় ৫০ লাখের ‘টেসলা সাইবারট্রাক’ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সঞ্জয় দত্ত, কিনলেন নাকি?

১ এপ্রিল থেকে নগদে দেওয়া যাবে না টোল ট্যাক্স, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

আসছে Realme P4 Power 5G! ১০,০০০ mAh ব্যাটারির এক ‘মনস্টার’ স্মার্টফোন

এক চার্জেই চলে যান বর্ধমান, ৯১,৩৯৯ টাকায় এসে গেল এই আকর্ষণীয় স্কুটার

৬৫ ইঞ্চির স্ক্রিন আর Dolby Audio নিয়ে হাজির Haier H5E সিরিজ, দামও সাধ্যের মধ্যে!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ