এই মুহূর্তে




45 লাখ Spam কল ব্লক করে গ্রাহকদের পাশে দাঁড়াল Jio, Vi এবং Airtel

courtesy-google

নিজস্ব প্রতিনিধি: বিভিন্ন সময়ে বহু অজানা নম্বর থেকে আসা অবাঞ্ছিত ও অপ্রত্যাশিত কলগুলি সাধারণ মানুষের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। একাধিক সফওয়্যারের ব্যবহার করে রোবো কলিং বা স্প্যাম কলিংয়ের মতো বিষয়টি বন্ধ করতে চাইলেও তা ব্যবহারকারীদের পক্ষে অসম্ভব হয়ে ওঠে। এবার সেই কাজে হাত লাগলো জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলি। সূত্রের খবর, বিশেষ সিস্টেম ব্যবহার করে এখনও পর্যন্ত প্রায়, 45 লক্ষ স্পুফড কল ব্লক করেছে তারা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতীয় গ্রাহকদের ফোনে আসা স্পুফড কল গুলি ব্লক করার সিদ্ধান্ত আগেই নিয়ে ছিল দেশের টেলিকম অপারেটরা। তাদের ইউজারদের যাতে কোনও রকম সমস্যায় না পড়তে হয় তার জন্য নয়া সিস্টেম অবলম্বন করে প্রায় 4.5 মিলিয়ন ফেক কল আইডি বা স্প্যামগুলিকে ব্লক করা হয়েছে। ইতিমধ্যেই বিবৃতি প্রকাশ করে তা জানিয়ে দিয়েছে যোগাযোগ মন্ত্রক। জানা গিয়েছে, বিশেষত দুটি সিস্টেমে ভারতীয় টেলিকম গ্রাহকদের কাছে আসা অবাঞ্চিত কল গুলি সনাক্ত করে তা ব্লক করার হচ্ছে।

বর্তমানে প্রায়শই বিভিন্ন বেনামী সংস্থাগুলি নিজেদের স্বার্থ সুনিশ্চিত করতে বিভিন্ন ছদ্মবেশে কলারদের ফোনে কল করছে। অনেকেই ট্রু কলারের বিশেষ ফিচার ব্যবহার করে তা ব্লক করার চেষ্টা করলেও সেই কাজে আখেরে লাভ হয়নি। মন্ত্রক জানিয়েছে, একাধিক উপায় অবলম্বন করা সত্ত্বেও সাইবার অপরাধীরা কলিং লাইন আইডেন্টিটি (সিএলআই) কে ব্যবহার করে নিজেদের কলার আইডি গোপন রেখে গ্রাহকদের নানান হুমকি দিচ্ছেন। এছাড়াও ফেক নম্বর থেকে কল করে কিংবা ভুয়ো কলার আইডি বানিয়ে আর্থিক প্রতারণার ঘটনা তো আছেই।

আরও পড়ুন: লঞ্চ হয়ে গেল Lava Agni 3 5G, জেনে নিন Sale শুরুর তারিখ

কাজেই সব দিক মাথায় রেখে ভারতের শীর্ষস্থানীয় টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলি স্পুফড কল ব্লকিংয়ের পাশাপশি DOT কে ব্যবহার করে তাদের যাবতীয় সমস্যার কথা রিপোর্ট করতে বলেছে গ্রাহকদের। মন্ত্রণালয় সূত্রে খবর DOT এখনও পর্যন্ত , 45 লাখ ভুয়ো কলার আইডি ব্লক করার পাশাপশি 1.77 কোটি জাল মোবাইল কানেকশন সনাক্ত করে সেগুলি বিচ্ছিন্ন করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিশ্বজুড়ে ফের মুখ থুবড়ে পড়ল ‘এক্স’, চরম সমস্যায় ব্যবহারকারীরা

শুরু Tata Sierra-এর আন অফিসিয়াল বুকিং, নতুন প্রজন্মের SUV-কে ঘিরে উন্মাদনা তুঙ্গে

অফার! ৯ হাজার টাকার কমে POCO M7 5G, কোথায় পাবেন?

নতুন বছরেই আসছে Samsung-র নতুন ফোন, কবে কত দামে আসছে জানুন

Jio-র স্পেশাল রিচার্জ: ১৯৫ টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে ৩৪৯ টাকার সুবিধা

তেল ছাড়াই চলবে রয়্যাল এনফিল্ড, প্রথম বৈদ্যুতিক মোটর বাইক কবে আসছে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ