নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছে এবার থেকে বাড়িতে বসেই নেওয়া যাবে মোবাইলের সিম কার্ড। এরজন্য় দৌঁড়তে হবে না দোকানে। অনলাইনে আধার কার্ডের মাধ্য়মেই কেনা যাবে সিম। নির্দিষ্ট কোম্পানির সিম কার্ড অর্ডার করলে সেটি বাড়িতে পৌঁছে দেবে ওই সংস্থা। তবে এরজন্য় গ্রাহকদের মোবাইলে থাকতে হবে Digilocker অ্যাপ। এই অ্য়াপের মাধ্য়মেই আধার-সহ অন্য়ান্য় তথ্য় যাচাই করা হবে।
কেন্দ্রীয় টেলিকম দফতর এক নির্দেশিকায় জানিয়েছে, মোবাইল অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে এবার বাড়ি বসেই মোবাইল কানেকশন বা সিম কার্ড পাবেন গ্রাহকরা। এর জন্য় UIDAI-এর ইলেকট্রনিক ভেরিফাই করা নথির সাহায্য়ে Digilocker অ্য়াপের মাধ্যমে অর্ডার করা যাবে সিম কার্ড। এরজন্য় খরচ করতে হবে মাত্র ১ টাকা। UIDAI-এর মাধ্য়মে e-KYC ফর্ম ফিলাপ করে নতুন মোবাইল কানেকশন সহজেই পাওয়া যাবে। টেলিকম মন্ত্রক আরও জানিয়েছে, একজন গ্রাহক দিনে সর্বোচ্চ একটি সিম কার্ড কিনতে পারবেন।
Digilocker অ্য়াপের সাহায্যে মোবাইল সিম কার্ড কিনতে হলে বাড়ির কোনও সদস্য়র মোবাইল ফোন নম্বর দিতে হবে। ওই নম্বরেই আসবে একটি OTP, যা দিয়ে ভেরিফিকেশন হবে গ্রাহকের। এরপর নির্দিষ্ট পদ্ধতি মেনে আবেদন করলেই বাড়িতে পৌঁছে যাবে নতুন সিম কার্ড। পাশাপাশি আগের মতোই দোকানে গিয়েও পরিচয়পত্র দেখিয়ে মোবাইল সিম কেনা যাবে। এছাড়া এই অ্য়াপের মাধ্য়মে প্রিপেড নম্বরকে পোস্টপেড ও পোস্টপেড নম্বরকে প্রি-পেডে বদল করাও যাবে।