এই মুহূর্তে

DSLR-এর দিন শেষ? দুর্দান্ত ক্যামেরা ফিচার নিয়ে ৮ জানুয়ারি আসছে Oppo Reno 15 Series

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোন প্রেমীদের জন্য নতুন বছরের শুরুতেই বড় ধামাকা! আপনি কি এমন কোনও ফোনের খোঁজে আছেন যা আপনার DSLR ক্যামেরার অভাব পূরণ করবে? তাহলে তৈরি হয়ে যান। জনপ্রিয় স্মার্টফোন সংস্থা Oppo আগামী ৮ জানুয়ারি ভারতে লঞ্চ করতে চলেছে তাদের বহু প্রতীক্ষিত Oppo Reno 15 Series। এই নতুন সিরিজে সংস্থা তিনটি দুর্দান্ত মডেল বাজারে আনছে – Reno 15, Reno 15 Pro এবং একটি নতুন সংযোজন Reno 15 Pro Mini। বিশেষ করে যারা ছবি তুলতে ভালবাসেন, তাদের জন্য এই ফোনগুলো সেরা চয়েস। চলুন জেনে নিই, কেন এই ফোনগুলো নিয়ে এত আলোচনা হচ্ছে।

২০০ মেগাপিক্সেলের লেন্স

Oppo মানেই ক্যামেরার নতুনত্ব, আর এবার তারা বাজি ধরেছে AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর। সিরিজের টপ মডেল, অর্থাৎ Reno 15 Pro এবং Reno 15 Pro Mini-তে থাকছে 200 Megapixel-এর আল্ট্রা-ক্লিয়ার মেইন ক্যামেরা। এতে ব্যবহার করা হয়েছে বিশেষ PureTone Technology। এই প্রযুক্তির কাজ হল ছবির আলো এবং রঙের মধ্যে নিখুঁত ব্যালেন্স তৈরি করা, যাতে ছবি একদম জীবন্ত মনে হয়।

পোর্ট্রেট এবং ওয়াইড অ্যাঙ্গেলের কামাল

শুধু মেইন ক্যামেরা নয়, পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য এতে দেওয়া হয়েছে 50 Megapixel-এর 3.5x Telephoto ক্যামেরা। এটি ব্যাকগ্রাউন্ডকে এমনভাবে ব্লার বা কম্প্রেস করে এবং সাবজেক্টকে ফোকাস করে যে, ছবিগুলো দেখে মনে হবে প্রফেশনাল ক্যামেরায় তোলা।

গ্রুপ ফটো বা ল্যান্ডস্কেপের জন্য থাকছে 50 Megapixel-এর আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। এর 100 Degree ফিল্ড অফ ভিউ এবং ফেস-অ্যাওয়ার শার্পনিং টেকনোলজি নিশ্চিত করে যে, ছবির ফ্রেমে থাকা সবার মুখই যেন স্পষ্ট দেখা যায়।

ভিডিওগ্রাফি এবং এডিটিং এর সুবিধা

ভিডিও কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও রয়েছে দারুণ সুখবর। এই সিরিজের সব ক্যামেরাতেই 4K HDR ভিডিও রেকর্ড করা যাবে এবং তাও 60fps স্পিডে। ভিডিও যাতে স্মুথ হয়, তার জন্য আছে স্ট্যাবিলাইজেশন এবং Dual-View Recording ফিচার।

মজার বিষয় হলো এর AI Editor 3.0। এর মাধ্যমে আপনি AI Portrait Glow, মোশন-বেসড এডিটিং এবং পপআউটের মতো প্রফেশনাল এফেক্ট ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, ভিডিও এডিট করার জন্য আর কোনও অ্যাপের দরকার হবে না, ফোনেই হবে এডিটিং-এর কাজ।

যদিও ফোনের দাম সম্পর্কে সংস্থা এখনও কিছু জানায়নি, তবে ফিচার দেখে বোঝা যাচ্ছে—যারা ট্রাভেল ভ্লগিং করেন, Instagram বা YouTube-এর জন্য কনটেন্ট বানান, তাদের জন্য এটি একটি পকেট পাওয়ারহাউস’ হতে চলেছে। স্ট্যান্ডার্ড Reno 15 মডেলেও বেশ কিছু AI ফিচার থাকবে বলে জানা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্মার্ট ফোনের মতোই স্লিম টিভি নিয়ে এল LG, রয়েছে আকর্ষণীয় ফিচার্স

এবার অ্যামাজন-ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই সমস্ত দুর্দান্ত মোটরসাইকেল

বিশ্বের সবচেয়ে হালকা ১৭-ইঞ্চি RTX ল্যাপটপ আনল LG! ফিচার জানলে চমকে যাবেন

শনি-রবি ছুটির দাবিতে দেশব্যপী ধর্মঘট, ২৩ জানুয়ারি থেকে টানা পাঁচ দিন রাজ্যে বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক?

স্পোর্টসবাইকের দুনিয়ার ঝড় তুলতে আসছে ইয়ামাহার এই নতুন বাইক

Airtel-এর ধামাকা! একবার রিচার্জ, সারা বছর টেনশন ফ্রি, পাবেন আনলিমিটেড কলিং মাত্র ৫টাকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ