এই মুহূর্তে

আসছে Realme P4 Power 5G! ১০,০০০ mAh ব্যাটারির এক ‘মনস্টার’ স্মার্টফোন

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোন প্রেমীদের জন্য এক বড়সড় ধামাকা নিয়ে হাজির চাইনিজ টেক জায়ান্ট Realme। ব্যাটারি নিয়ে আমাদের সবারই কমবেশি চিন্তা থাকে, তাই না? গেম খেলতে গিয়ে বা ট্রাভেলে গিয়ে চার্জ শেষ হওয়ার ভয় এবার দূর হতে চলেছে। Realme খুব শিগগিরই ভারতে লঞ্চ করতে চলেছে তাদের P Series-এর নতুন সদস্য, P4 Power 5G। খোদ সংস্থার এক উচ্চপদস্থ কর্মকর্তা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ পোস্ট করে এই সুখবর দিয়েছেন। ইতিমধ্যেই ই-কমার্স সাইট Flipkart-এ এই ফোনটির জন্য একটি বিশেষ মাইক্রোসাইট লাইভ করা হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে যে লঞ্চ শুধু সময়ের অপেক্ষা।

সবচেয়ে বড় আকর্ষণ: বিরাট ব্যাটারি

এই ফোনের প্রধান আকর্ষণ হল এর ব্যাটারি। রিপোর্ট অনুযায়ী, এই ফোনে থাকছে 10,000 mAh-এর এক বিশাল ব্যাটারি! সংস্থা দাবি করছে, একবার ফুল চার্জ দিলে এটি অনায়াসেই 1.5 দিন পর্যন্ত চলতে পারবে। সাধারণত বড় ব্যাটারি মানেই ভারী ফোন। কিন্তু Realme এখানে কামাল করে দিয়েছে। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির ওজন রাখা হয়েছে মাত্র 218 Grams। অর্থাৎ, হাতে ধরে ব্যবহার করতে আপনার কোনও অসুবিধাই হবে না।

গেমারদের জন্য সুখবর

যারা ফোনে হেভি গেমিং করেন, তাদের জন্য এই ফোনটি একটি পারফেক্ট চয়েস হতে পারে। জানা গিয়েছে, ফোনের ব্যাটারি যখন মাত্র 10%-এ নেমে আসবে, তখনও এটি স্টেবল FPS (ফ্রেম পার সেকেন্ড) দিয়ে যাবে। এছাড়া গেমিংয়ের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য এতে বিশেষ টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

ফিচার যা আপনাকে অবাক করবে

  • Bypass Charging: চার্জে বসিয়ে গেম খেললে ফোন গরম হয়ে যায়? এই ফোনে থাকছে Bypass Charging সাপোর্ট, যা মাদারবোর্ডে সরাসরি পাওয়ার সাপ্লাই দেয় এবং ব্যাটারিকে বাইপাস করে। ফলে ফোন ঠান্ডা থাকে।
  • Reverse Charging: আপনার বন্ধুর ফোনের চার্জ শেষ? চিন্তা নেই। এতে রয়েছে 27W Reverse Charging ফিচার। অর্থাৎ, আপনার ফোনটিই তখন পাওয়ার ব্যাঙ্ক হিসেবে কাজ করবে এবং অন্য ডিভাইস চার্জ করতে পারবে।

ক্যামেরা ও অন্যান্য স্পেসিফিকেশন

ফটোগ্রাফির জন্য এতে সম্ভবত তিনটি ব্যাক ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। যার মধ্যে মেইন ক্যামেরা হবে 50 মেগাপিক্সেল, সাথে একটি 8 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স এবং একটি 2 মেগাপিক্সেল সেন্সর।

দাম

এটি P Series-এর একটি আপগ্রেডেড ভার্সন। মনে করিয়ে দিই, গত বছর অগস্ট মাসে Realme P4 5G লঞ্চ হয়েছিল, যার দাম শুরু হয়েছিল 18,499 টাকা থেকে। সেটিতে ছিল 7,000 mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং এবং MediaTek Dimensity 7400 চিপসেট।

নতুন Realme P4 Power 5G-তে কোন চিপসেট থাকছে বা এর দাম কত হবে, তা এখনও জানা যায়নি। তবে ফিচারের বহর দেখে মনে হচ্ছে, যারা লং-লাস্টিং ব্যাটারি এবং পাওয়ারফুল পারফরম্যান্স চান, তাদের জন্য এটি মার্কেটের সেরা ডিল হতে চলেছে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৭০ হাজার টাকা হোন্ডা সিটি কিনে লাখ টাকার জরিমানা, মাথায় হাত পড়ুয়ার

মুম্বইয়ের রাস্তায় ৫০ লাখের ‘টেসলা সাইবারট্রাক’ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সঞ্জয় দত্ত, কিনলেন নাকি?

১ এপ্রিল থেকে নগদে দেওয়া যাবে না টোল ট্যাক্স, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

এক চার্জেই চলে যান বর্ধমান, ৯১,৩৯৯ টাকায় এসে গেল এই আকর্ষণীয় স্কুটার

৬৫ ইঞ্চির স্ক্রিন আর Dolby Audio নিয়ে হাজির Haier H5E সিরিজ, দামও সাধ্যের মধ্যে!

জিও’র সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান! ৭৫ টাকায় ২৩ দিনের আনলিমিটেড কলিং, ইন্টারনেট ডেটা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ