নিজস্ব প্রতিনিধি: দেশের অন্যতম ভুজিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান হলদিরাম’স কিনতে আগ্রহী টাটা গোষ্ঠীর কনজিউমার ইউনিট। আন্তর্জাতিক এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী, কলকাতা ভিত্তিক ভুজিয়া সংস্থার ৫১ শতাংশ মালিকানা নিতে উদ্যোগী হয়েছে দেশের অন্যতম শিল্প সংস্থা। কিন্তু ভুজিয়া সংস্থাটির পক্ষ থেকে যে দর হাঁকা হয়েছে তাতে সংস্থার হস্তান্তর প্রক্রিয়া খানিকটা বাধাপ্রাপ্ত হয়েছে। হলদিরাম’স এর বর্তমান কর্ণধাররা সংস্থার মোট মূল্য ১০ বিলিয়ন ডলার দাবি করেছেন। অর্থাৎ ৫১ শতাংশ মালিকানা নিতে হলে চার হাজার কোটি টাকার বেশি খরচ করতে হবে টাটাকে।
ব্রিটেনের প্রখ্যাত চা সংস্থা ‘টেটলি’ অধিগ্রহণ করার পাশাপাশি ফাস্ট ফুড চেইন ‘স্টারবাকস’ ইন্ডিয়ায় অংশীদারিত্ব রয়েছে টাটা কনজিউমারের। দেশীয় বাজারে পেপসি এবং মুকেশ আম্বানির রিলায়েন্স রিটেলের সঙ্গে প্রতিযোগিতায় নামতেই অন্যতম ভুজিয়া সংস্থা হলদিরাম’স অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে টাটা কনজিউমার। দেশের সাধারণ মানুষের কাছে কলকাতার সংস্থাটির যথেষ্টই পরিচিতি রয়েছে। তাই অধিগ্রহণের পরে ব্র্যান্ডিং করতে প্রচুর অর্থ ঢালতে হবে না বলেই মনে করছেন টাটা কনজিউমারের শীর্ষ আধিকারিকরা।
১৯৩৭ সালেই পথচলা শুরু করেছিল হলদিরাম’স। কিন্তু গত সাড়ে আট দশকে কার্যত দেশের বাজারে বিখ্যাত ভুজিয়া প্রস্তুতকারী সংস্থা হিসেবে পরিচিতি লাভ করেছে। যেখানে দেশের চিপস ও ভুজিয়া বাজারের ১৩ শতাংশ পেপসির দখলে, সেখানে হলদিরাম’স এর দখলও রয়েছে ১৩ শতাংশ বাজার। অর্থাৎ কলকাতার সংস্থাটি অধিগ্রহণ করা হলে দেশের ভুজিয়া বাজারের ১৩ শতাংশ দখল করা যাবে। টাটা কনজিউমারের কাছে ৫১ শতাংশ শেয়ার বিক্রি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি হলদিরাম’স এর প্রধান নির্বাহী আধিকারিক কৃষ্ণান কুমার চুটানি।