এই মুহূর্তে




লক্ষ্মীবারে বাজারে আসছে ভারতের প্রথম চমকপ্রদ ৩ রো ইলেকট্রিক এসইউভি

 নিজস্ব প্রতিনিধি: ভারতের ইলেকট্রিক SUV বাজারে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। আগামিকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আত্মপ্রকাশ করতে চলেছে স্বনামধন্য গাড়ি নির্মাণকারী সংস্থা মাহিন্দ্রার নতুন Mahindra XEV 9S। সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই গাড়িটি দেশের প্রথম মাস-মার্কেট ৩-রো ইলেকট্রিক SUV, যা Mahindra–র INGLO প্ল্যাটফর্মের আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন। বহুদিন ধরেই এই মডেলটি নিয়ে সংস্থাটি টিজার প্রকাশ করছিল, ফলত আত্মপ্রকাশের আগেই বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য জানা গিয়েছে ।

মূল্য নিরিখে, XEV 9S–কে রাখা হবে XEV 9e–এর উপরে। যেহেতু সাইজ দুই মডেলের মধ্যে প্রায় কাছাকাছি, তৎসত্ত্বেও ধারণা করা হচ্ছে XEV 9S–এর মূল্য থাকতে পারে আনুমানিক ₹২৫ থেকে ₹৩৫ লক্ষ–এর মধ্যে। এটি বাজারে আত্মপ্রকাশ করলে ভারতের EV সেগমেন্টে কোনও সরাসরি প্রতিদ্বন্দ্বী থাকবে না, কারণ ৩-রো SUV ফরম্যাটে এই দামে আর কোনও ইলেকট্রিক গাড়ি নেই। Kia Carens Clavis EV এবং BYD eMax 7 যদিও ৩-রো ইলেকট্রিক গাড়ি, কিন্তু তারা SUV নয়, MPV—তাই তুলনার নিরিখে XEV 9S দাঁড়াচ্ছে একেবারেই আলাদা জায়গায়।

ডিজাইনের দিক থেকে XEV 9S হবে BE 6 ও XEV 9e–এর তুলনায় আরও কনভেনশনাল SUV-স্টাইলের। টিজার ভিডিওতে দেখা গেছে স্লিক LED DRLs, ত্রিভুজাকার LED হেডল্যাম্প, Mahindra–র নতুন প্রজন্মের ‘বাটারফ্লাই’ এমব্লেম, এবং XEV 9e–এর মতো ডুয়াল-টোন অ্যালয় হুইল। পিছনের দিকে থাকবে স্মোকড টেইলল্যাম্প ও রিডিজাইন্ড বাম্পার। XEV 9e–এর কুপে-স্টাইল ঢালু ছাদ বাদ দিয়ে XEV 9S–এ ব্যবহার করা হয়েছে XUV700–এর ধাঁচে আরও ব্যবহারিক সরল ছাদরেখা।

ফিচারের দিক থেকেও Mahindra XEV 9S হবে অত্যাধুনিক প্রযুক্তিতে পরিপূর্ণ। টিজার অনুযায়ী গাড়িটিতে থাকবে ওপেনেবল প্যানোরামিক সানরুফ, যা BE 6 ও XEV 9e–এর ফিক্সড সানরুফের থেকে আলাদা। এছাড়া ড্যাশবোর্ডে ট্রিপল-স্ক্রিন সেটআপ, পিছনের যাত্রীদের জন্য অনন্য দুইটি স্ক্রিন, Harman Kardon প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, মাল্টি-কালার অ্যাম্বিয়েন্ট লাইটিং, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল এবং লেদারেট আপহোলস্ট্রি থাকবে। সম্ভাবনা রয়েছে XEV 9e–এর মতো ভেন্টিলেটেড সিট, লেভেল-২ ADAS, ৩৬০° ক্যামেরা ও ওয়্যারলেস চার্জারের মতো ফিচারগুলিও যুক্ত হওয়ার।

সংস্থার তরফে জানা গিয়েছে, ব্যাটারি বিকল্প হিসেবে Mahindra দিতে পারে ৫৯ kWh ও ৭৯ kWh LFP ব্যাটারি, সঙ্গে সম্ভাব্য নতুন সংযোজন—AWD ভ্যারিয়েন্ট, যা সামনে অতিরিক্ত মোটর যুক্ত করে আরও শক্তিশালী পারফরম্যান্স দেবে। করতে চলেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডিসেম্বর থেকেই বাজারে Meta–Oakley র নতুন AI স্মার্ট গ্লাস, কী ফিচার, কত দাম, জেনে নিন

পাহাড়ি রাস্তায় বাইক চালাতে চান ? খুব শিগগিরই বাজারে আসছে অ্যাডভেঞ্চার মোটরসাইকেল

৫ হাজার ছাড়ে Realme GT 8 Pro সেল শুরু, কত দাম Realme-র মডেলের

এক ঝটকায় ২১ লাখ সিম কার্ড বাতিল করল টেলকম নিয়ন্ত্রক সংস্থা, কেন?

এক চার্জেই পৌঁছে যাবেন কলকাতা থেকে বোলপুর, বাজার মাতাতে আসছে এই অসাধারণ স্কুটার

প্রজাতন্ত্র দিবসেই দেশে লঞ্চ হতে চলেছে renault-এর এই দুর্দান্ত গাড়ি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ