এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলায় ভোটার বাড়ল ১৩ লক্ষ ৩৪ হাজার

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে চলতি বছরের মে মাসে রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election) অনুষ্ঠিত হতে চলেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচন বাংলার(Bengal) জন্য বেশ গুরুত্বপূর্ণ। কেননা ২০২১ এর বিধানসভা নির্বাচনের পরে রাজ্যের শতাধিক পুরসভায় নির্বাচন হলেও গ্রামীণ এলাকায় সেভাবে কোনও ভোট হয়নি। পুরসভা নির্বাচনে কার্যত তৃণমূল(TMC) সুনামি বয়ে গিয়েছে। বিজেপি তো বটেই কার্যত মুখ থুবড়ে পড়েছিল বাম-কংগ্রেসও(Left-Congress)। পঞ্চায়েত নির্বাচনে এই ৩ দলই শাসক পক্ষের চ্যালেঞ্জকে পাশ কাটিয়ে কতটা ঘুরে দাঁড়াতে পারবে সেই দিকে সকলে তাকিয়ে আছে। বাংলার বিধানসভা থেকে বিলুপ্ত হয়ে যাওয়া বাম-কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে কিরকম ফল করে সেটা দেখার যেমন অনেকে তাকিয়ে আছেন তেমনি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি(BJP) বাংলায় যে সাফল্য পেয়েছিল সেই সাফল্য তাঁরা এই পঞ্চায়েত নির্বাচনে ধরে রাখতে পারে কিনা সেটাও অনেকে দেখতে চাইছেন। এই অবস্থায় রাজ্যে নতুন ভোটার(New Voters) হলেন ১৩ লক্ষ ৩৪ হাজার জন বাসিন্দা।

আরও পড়ুন সঙ্ঘের চাপে বেঁচে গেল বাংলা, তবে ভাঙছে উত্তরপ্রদেশ আর মহারাষ্ট্র

বৃহস্পতিবার ২০২৩ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেই তালিকা অনুযায়ী, শতাংশের বিচারে এবার রাজ্যে ১.২৪ শতাংশ ভোটার বেড়েছে। এর মধ্যে ২.২০ শতাংশ ১৮-১৯ বছর বয়সি ভোটার। রাজ্যে এবার প্রায় ১৩ লক্ষ ৩৪ হাজার ভোটার বাড়ায় বাংলায় মোট ভোটারের সংখ্যা দাঁড়াল ৭ কোটি ৫২ লক্ষ ৮ হাজার ৩৭৭। এদিকে, এবারের তালিকা থেকে ৪ লক্ষ ১৫ হাজার ২২৯ জন ভোটারের নাম বাদ দিয়েছে কমিশন। বরাবরের মতো এবারও রাজ্যে পুরুষ ভোটারের নিরিখে মহিলা ভোটারের হারও বেশ ভাল। নয়া তালিকা অনুযায়ী, রাজ্যে মোট পুরুষ ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮২ লক্ষ ৩৬ হাজার ৫০৭। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৬৯ লক্ষ ৭০ হাজার ০৭১। এছাড়া ১,৭৯৯ জন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন রাজ্যে। সার্ভিস ভোটারের সংখ্যা হয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৭৯৭ জন। উল্লেখ্য, এই নয়া ভোটার তালিকা অনুযায়ীই এবছরের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন সামনেই জি-২০ সম্মেলন, সেজে উঠছে কল্লোলিনী কলকাতা

যেহেতু বাংলায় মহিলা ভোটারদের সংখ্যা পুরুষদের থেকে সামান্য কম তাই এই মহিলা ভোট ব্যাঙ্ক যে কোনও নির্বাচনে বড় ভূমিকা পালন করে। সেকথা মাথায় রেখেই বাংলার শাসক দল এবারে যেমন বেশি করে মহিলা প্রার্থীদের পঞ্চায়েত নির্বাচনে তুলে ধরতে চাইছে তেমনি মহিলা পঞ্চায়েত প্রধানদের মারফত গ্রামীণ এলাকায় উন্নয়নকে ঘরে ঘরে পৌঁছে দিতে চাইছে। পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ চালানোর ক্ষেত্রেও এবারে তৃণমূলের বাজি হয়ে উঠতে পারেন মহিলারা। আবার এই মহিলাদের নিরাপত্তাহীনতা ও তাঁদের ওপর অত্যাচারের ঘটনা তুএল ধরে বিরোধিরাও বাজিমাত করার পথ নিয়েছে। তবে সব থেকে বড় কৌতুহল তৈরি হয়েছে নতুন ভোটারদের নিয়ে। এই ভোটাররা এবার প্রথমবার ভোট দেবেন। তাঁরা কাকে সমর্থন করবেন, মানে শাসক না বিরোধী তা জানার জন্য অনেকেই মুখিয়ে আছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপি নেতার ভিডিয়ো ঘিরে শোরগোল

মহিলা তৃণমূলকর্মীকে গণধর্ষণ, গ্রেফতার ৩ বিজেপি কর্মী

ডায়মন্ড হারবার ও আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

উত্তরপাড়ার মাখলাতে দৃষ্টিহীনদের মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল

রাস্তা পার হতে গিয়ে প্রখর রৌদ্রে মাথা ঘুরে লরির তলায় পড়ে মৃত্যু বৃদ্ধের

রাজভবনের অন্দরে ওঠা অভিযোগ প্রসঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে সরব সায়নী ও লাভলী মৈত্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর