এই মুহূর্তে

কাপলিং খুলে দু’ভাগ হয়ে গেল ইস্পাত এক্সপ্রেস, রবি সকালে বিপত্তি

নিজস্ব প্রতিনিধি: দূরপাল্লার ট্রেনে ফের বিপত্তি। অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। রবিবার সকালে হাওড়া থেকে ছেড়ে যাওয়ার সময় বড়সড় দুর্ঘটনার (Accident) হাত থেকে রক্ষা পেল ইস্পাত এক্সপ্রেস (Ispat Express)। চলন্ত ট্রেনে আচমকা দু’টি কামরার মাঝের কাপলিং (Coupling) খুলে যায়।

রেল সূত্রের খবর, রবিবার সকালে আপ ইস্পাত এক্সপ্রেস হাওড়া থেকে রওনা দিয়েছিল। এদিন সকাল ৮টা ৪৩ মিনিটে হাওড়া থেকে ছাড়ে ট্রেনটি। কিন্তু হাওড়া থেকে ছেড়ে বাকসারা গেট পেরোনোর সময় আচমকা দু’টি কামরার মাঝের কাপলিং খুলে যায় সেটির। সকাল ৯টা ৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে দু’টি কামরা নিয়ে বেরিয়ে যায় ইঞ্জিনটি। বাকি বগিগুলি পড়ে থাকে সাঁতরাগাছিতে। ট্রেন ছাড়ার ২২ মিনিটের মধ্যে এমন ঘটনা ঘটায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। কী করা উচিত বুঝে উঠতে না পেরে অনেকে চিৎকার করতে থাকেন। এদিকে ঘটনার পর তৎপরতা শুরু করেন রেল কর্মী ও ইঞ্জিনিয়াররা।

কাপলিং যুক্ত করে দুটো বগিকে সাঁতরাগাছি স্টেশনে ফিরিয়ে আনা হয়। সেখানেই মেরামতির কাজ শুরু হয়। রেলের তরফে যাত্রীদের উদ্দেশে মাইকিং করা হচ্ছে, ট্রেনটির মেরামতিতে আরও বেশ কিছু সময় লাগবে বলে জানা গিয়েছে। যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। যদিও কী কারণে এমন ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে রেলের তরফে। এই ঘটনা নিয়ে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী জানান, এটা দুর্ঘটনা নয়। কেবল দুটো বগি খুলে গিয়েছে। যান্ত্রিক কোনও ক্রটি কিনা, তা পুরো তদন্ত করে দেখা হবে। কোচের স্যাম্পেল ল্যাবে পাঠানো হচ্ছে। মেটারিয়্যাল সংক্রান্ত কোনও সমস্যা থাকলে পুরোটাই তদন্ত হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্য বিজেপির সাংগঠনিক একাধিক পদে ব্যাপক রদবদল ঘটালেন শমিক ভট্টাচার্য

ফের বাংলায় মৃত্যু বিএলও-র, এসআইআরের কাজের চাপকে দায়ী করল মৃতার পরিবার

একাধিক জেলায় জারি শৈত্যপ্রবাহের সতর্কতা, আর কতটা নামবে তাপমাত্রা?

রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়

ঝাড়গ্রামের জামবনিতে ফিল্মি কায়দায় জঙ্গলের রাস্তায় ৩ লক্ষ টাকার লুট দুষ্কৃতীদের

বারাসত উড়ালপুলের নিচে ফেন্সিংয়ের কাজে পুরসভাকে বাধা দিল হকাররা, অফিসারকে ঘিরে বিক্ষোভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ