এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে ৩০ জন, কারা পেলেন ঠাঁই, জেনে নিন

নিজস্ব প্রতিনিধি : ২০২৩-২৪ সালের বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে ঠাঁই পেলেন ৩০ জন ক্রিকেটার। বিসিসিআইয়ের এই কেন্দ্রীয় তালিকায় জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে ধ্রুব জুরেল ও সরফরাজ খানের। তবে উল্লেখযোগ্যভাবে বোর্ডের দুই অবাধ্য ক্রিকেটার ঈশান কিষান বা শ্রেয়স আইয়ারকে অবশ্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা দেওয়া হয়নি।

কেন্দ্রীয় চুক্তিতে যাদের জায়গা দেওয়া হয়েছে, তাদের একটি নামের তালিকা প্রকাশিত করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, গ্রেড এ প্লাস-এ রয়েছেন চার জন খেলোয়াড়। এই চার জন হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা। এরপর গ্রেড এ-তে রয়েছেন ছয় জন খেলোয়াড়। তাঁরা হলেন রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, কে এল রাহুল, শুভমন গিল ও হার্দিক পান্ডিয়া। এরপর গ্রেড বি-তে রয়েছেন পাঁচ জন খেলোয়াড়। এই পাঁচ জন খেলোয়াড় হলেন সূর্য কুমার যাদব, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অক্ষয় প্যাটেল ও যশস্বী জয়সওয়াল। সবশেষে গ্রুপ সি-তে রয়েছেন ১৫ জন খেলোয়াড়। এই ১৫ জন খেলোয়াড় হলেন রিঙ্কু সিং, তিলক ভার্মা, ঋতুরাজ গায়কোয়াড, শার্দুল ঠাকুর, শিবম দুবে, রবি বিষ্ণোই, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামন, অর্শদীপ সিং, কে এস ভারত, প্রসিধ কৃষ্ণ, আবেশ কুমার ও রজত পাতিদার। একইসঙ্গে ফাস্ট বোলিং কন্ট্রাক্টে আকাশদীপ, বিজয় কুমার বসাক, উমরান মালিক, ইয়স দয়াল, বিদ্বত কাভেরাপ্পাকে সামিল করার প্রস্তাব দিয়েছে সিলেকশান কমিটি। জানা যাচ্ছে, গ্রেড সি-তে জায়গা করে নেওয়ার মতো আরও দুজন খেলোয়াড় রয়েছেন। এরা হলেন ধ্রুব জুরেল ও সরফরাজ খান। উল্লেখ্য, চলতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে এই দুজন খেলোয়াড়ই উল্লেখযোগ্য পারফরমেন্স করেছে। বিসিসিআইয়ের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, যে সব খেলোয়াড় ২০২৩ সালের পয়লা অক্টোবর থেকে ২০২৪-এর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিনটি টেস্ট বা ৮টি একদিনের ম্যাচ বা দশটি টি ২০ ম্যাচ খেলবেন, তাঁদের গ্রেড সি-তে জায়গা করে দেওয়া হবে।

উল্লেখ্য, বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে যে সব খেলোয়াড়দের গ্রেড এ প্লাসে রয়েছেন তাদের সাত কোটি টাকা করে দেওয়া হবে। পাশাপাশি যারা গ্রেড এতে রয়েছেন তাদের পাঁচ কোটি টাকা দেওয়া হবে। একইসঙ্গে যারা গ্রেড বি-তে রয়েছেন তাঁদের তিন কোটি ও গ্রেড সি-এর খেলোয়াড়দের এক কোটি টাকা দেওয়া হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আজকের কোহলিকে পাওয়ার পিছনে ধোনির হাত, দাবি গাভাসকারের

পাঁচ ওভার খেলা হলেও প্লে অফে যাওয়ার সুযোগ কোহলিদের, কীভাবে?

রোহিতের লড়াই ব্যর্থ, লখনউয়ের কাছে হেরে সবার শেষে রইল মুম্বই

পুরানের তাণ্ডবে মুম্বইয়ের বিরুদ্ধে ২১৪ রান তুলল লখনউ

নাইট রাইডার্সের জার্সি গায়ে ফের নামছেন সাকিব আল হাসান

নিয়ম রক্ষার ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে নামছে লখনউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর