এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কলকাতায় ‘ময়দান’-এর বিশেষ স্ক্রীনিংয়ের আয়োজন, ফুটবল কিংবদন্তিদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি: আগামী ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে, অজয় দেবগনের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ময়দান’। ছবিটি অনেকদিন ধরেই রিলিজের অপেক্ষায় ছিল। কিন্তু বারবার একাধিক কারণবশত ছবি মুক্তিতে বিলম্ব হচ্ছিল। কিংবদন্তি ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের অবিশ্বাস্য জীবনীর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই ছবি। তিনি এমন একজন ব্যক্তি, সমস্ত প্রতিকূলতাকে জয় করেছিলেন।

আর ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন। ছবির ট্রেলার, টিজার সবটাই রীতিমতো ঝড় তুলেছিল। এবার ছবি মুক্তির অপেক্ষায়। আর মুক্তির আগেই রবিবার কলকাতায় ছবির বিশেষ স্ক্রীনিংয়ের আয়োজন করেছিলেন ময়দানের নির্মাতারা। যেহেতু ফুটবলের হার্টল্যান্ড কলকাতা, তাই রবিবারেই ছবির পরিচালক অমিত শর্মা, প্রযোজক বনি কাপুর, অরুণাভ জয় সেনগুপ্ত সহ ময়দানের টিম কলকাতায় পৌঁছলেন, তাঁদের সঙ্গে ছিলেন প্রখ্যাত বাঙালি অভিনেতা রুদ্রনীলও। যিনি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। আজও কলকাতার, প্রতিটি দেওয়ালে রহিম সাহেবের নাম প্রতিধ্বনিত হয়, এবং তাঁর বিপ্লবী গল্প শুনে প্রতিটি ফুটবলপ্রেমীদের মুখ আনন্দে আলোকিত হয়ে যায়।

রবিবার কলকাতায় ফিল্মটির বিহাইন্ড দ্য সিন্- এর বিশেষ বিশেষ দৃশ্যগুলি প্রদর্শন করা হল যা উপস্থিত প্রত্যেকের মন ছুঁয়ে গেছে। আর ছবিটির মুক্তির জন্য আগ্রহকে বাড়িয়ে তুলেছে৷ সৈয়দ আব্দুল রহিমের ফুটবল যাত্রা শুরু হয়েছিল হায়দরাবাদে। কিন্তু কলকাতার প্রাণোচ্ছলতা এবং ঐতিহাসিক ফুটবল মাঠের ধারাবাহিক গল্প বলে দেয়, তাঁর হাতেই তৈরি হয়েছিল পিকে বন্দোপাধ্যায়, চূণী গোস্বামী, প্রদ্যুত বর্মণ, অরুণ ঘোষ এবং জার্নাইল সিং-এর মতো একাধিক ফুটবল প্রতিভাধারীদের। যিনি ভারতের ফুটবল বিপ্লবের ভিত্তি স্থাপন করেছিলেন। রবিবার ময়দানের টিম কলকাতায় এসে, কেবল রহিম সাহেবের উত্তরাধিকারকেই নয়, কলকাতার আইকনিক ফুটবলারদের শ্রদ্ধা জানালেন। যারা ভারতীয় ফুটবলের ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এমনকী নির্মাতারা কলকাতায় অরুণ ঘোষ, ডিএমকে আফজল, চূণী গোস্বামী, প্রদ্যুত বর্মন, পিকে বন্দ্যোপাধ্যায়, ইউসুফ খান, ডি. ইথিরাজ, অরুমাইনয়াগামের পরিবারের সদস্যদের জন্য একটি বিশেষ স্ক্রিনিংয়েরও আয়োজন করেছিলেন। তাঁরা ছবি মুক্তির আগে এই সকল মহীরুহদের আশীর্বাদ নিতে চেয়েছিলেন।

অমিত শর্মা পরিচালিত ময়দানে কোচ সৈয়দ আবদুল রহিম চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। ছবিতে অভিনেতা হিসেবে আরও থাকবেন প্রিয়মণি, গজরাজ রাও, রুদ্রনীল ঘোষ। ছবিটি প্রযোজনা করেছে জি স্টুডিও, বনি কাপুর, অরুণাভ জয় সেনগুপ্ত এবং আকাশ চাওলা। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যথাক্রমে সাইভিন কোয়াড্রাস এবং রিতেশ শাহ, সঙ্গীত এ আর রহমান এবং গানের কথা দিয়েছেন মনোজ মুনতাশির শুক্লা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জাঙ্গিপাড়া থেকে কেন্দ্রীয় বাহিনীর পুরো টিমকে সরানো হয়েছে : মুখ্য নির্বাচনী আধিকারিক

বিকেল ৫টা পর্যন্ত বাংলার ৭ লোকসভা কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৭৩ শতাংশ

শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের ৬ জেলায় কমলা সর্তকতা জারি

কমিশনের নির্দেশে ভূপতিনগর ও পটাশপুর থানার নতুন ওসিরা দায়িত্ব নিলেন

প্রচারের শেষ লগ্নে ঝড়, ২৭ মে সুদীপের হয়ে পদযাত্রা মমতার

আসছে নতুন মেগা ‘কে প্রথম কাছে এসেছি’, বিদায়ের ঘন্টা বাজল নাকি ‘অষ্টমী’র?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর