এই মুহূর্তে

তালাক হলেই বাড়ে কদর, জমজমাট বাজার ডিভোর্সি মহিলাদের, ভিড় জমান প্রচুর মানুষ

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: সময় আধুনিকতার পথে এগিয়ে গেলেও বেশ কিছু ক্ষেত্রে বহাল রয়েছে পুরনো ধ্যানধারণা। আজকের দিনেও ডিভোর্সকে(Divorce) অত্যন্ত খারাপ বিষয় বলে ধরে নেওয়া হয়। বিশেষত বিবাহবিচ্ছিন্না নারীদের(Divorced Women) নিচু চোখে দেখে সমাজ। সম্পর্ক ভাঙার পিছনে আজও মহিলাদেরকেই দায়ী করা হয়। এক কথায় বলতে গেলে, ডির্ভোসি মহিলাদের কদর করে না সমাজ, তাঁদের একঘরে করে রাখার প্রচেষ্টা চলে নিরন্তর। কিন্তু জানেন কি, পৃথিবীতে এমনও একটি দেশ রয়েছে যেখানে তালাক বা বিচ্ছেদ হওয়ার ঘটনা অত্যন্ত পবিত্র বলে মানা হয়। সেখানকার ডির্ভোসি মহিলাদের তিরষ্কার করার বদলে তাঁদের উঁচু নজরে দেখা হয়। বলা ভালো, অবিবাহিত মেয়েদের তুলনায় এখানে ডিভোর্সি মহিলাদের চাহিদা বেশি। পৃথিবীর কোন প্রান্তে রয়েছে এমন দেশ জানতে ইচ্ছে করছে? তবে চলুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ গ্লাভস নিয়েও ষড়যন্ত্র, ফাঁস হল বিস্ফোরক তথ্য

উত্তর-পশ্চিম আফ্রিকায়(Africa) অবস্থিত এই দেশের নাম মৌরিতানিয়া(Mauritania)। দেশের ৯০% এলাকাই সাহারা মরুভূমির(Sahara Desert) অংশ। এখানকার জনসংখ্যা মাত্র ৪৫ লক্ষ। ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মৌরিতানিয়া। তবে তৃতীয় বিশ্বের এই পিছিয়ে পড়া দেশের একটি বিশেষ রীতি চোখে আঙুল দিয়ে সভ্য সমাজকে দেখিয়ে দিচ্ছে আধুনিকতা। এখানে ডিভোর্সি মহিলাদের কদর অনেক বেশি।

তালাক হওয়ার পর তাঁদের সম্মানের নজরে দেখা হয় তার কারণ, মনে করা হয়, ডিভোর্সি মহিলাদের ধ্যানধারণা এবং অভিজ্ঞতা অনেক বেশি। সাংসারিক বুদ্ধিতে তাঁরা চতুর। যে কোনও কাজে তাঁরা অনেক বেশি দক্ষ। কমবয়সী মেয়েদের মতো তাঁদের অধিক চাহিদা থাকে না। এই কারণে মৌরিতানিয়ার বহু পুরুষ বিবাহবিচ্ছিনা মহিলা খোঁজেন তাঁদের জীবনসাথী বানানোর জন্য‌। ডিভোর্সি মহিলাদের পুনরায় বিয়ে করার চল রয়েছে এই দেশে, এবং তা যথেষ্ট পবিত্র।

আরও পড়ুনঃ আমবাগানে দেহ উদ্ধার, স্বামীর পরকীয়া ধরে ফেলায় চরম পরিণতি গৃহবধূর

স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মৌরিতানিয়ার মহিলারা এক বাজারে গিয়ে দোকান খোলেন যা তালাক শুদ্ধ মহিলাদের বাজার নামে খ্যাত। বিয়ের সময় পাওয়া নানান আসবাবপত্র এবং উপহার এই বাজারে বিক্রি করেন মহিলারা। কারণ স্বামীর সঙ্গে ডিভোর্সের পর তাঁদের নিজেদেরই সন্তান ও সংসারের ভার তুলে নিতে হয়। এই বাজারে দূরদূরান্ত থেকে আসেন বহু পুরুষ ক্রেতারা। তাঁরা চাইলে নিজেদের পছন্দমতো মহিলাকে বিবাহ প্রস্তাব দিতে পারেন। এরপর উভয়পক্ষের তরফে সম্মতি থাকলে বিবাহ সম্পন্ন হয়। এই প্রথা বহু যুগ ধরে চলে আসছে মৌরিতানিয়ায়, যা পরোক্ষভাবে নারী স্বাধীনতার কথাও তুলে ধরে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘আগে সরি বল’, হাইকোর্টের আইনজীবীর কলার ধরে বেধড়ক মার টোল প্লাজার কর্মীদের

অসুস্থ প্রেমিকার সাধ পূরণে ২৬ কিলোমিটার দৌড়লেন যুবক, দিলেন জন্মদিনের সারপ্রাইজ

কী চাই? শিশুর কাছে জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, যে জবাব পেলেন…

‘মিস ইউ পাপা’, ইনস্টাগ্রাম স্ট্যাটাসে লেখার ২১ ঘণ্টা পরেই পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক

যতদূর বাংলা ভাষা: দেশ বিদেশের দুই হাজার কবি সাহিত্যিকের মিলন উৎসব

ঘুড়ির মাঞ্জা সুতোয় মৃত্যু ফাঁদ! গলা কেটে ফালাফালা মোটরবাইক সওয়ারির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ