এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বউ ফেরাও, ৫ হাজার নাও! ফেসবুকে আর্তি যুবকের

নিজস্ব প্রতিনিধি: বউ গিয়েছে ভেগে। তাতেই মাথায় হাত এক যুবকের। শেষে বউ ফেরত পেতে বিজ্ঞাপন দিল সে ফেসবুকে। ‘আমার বউকে খুঁজে দাও কেউ। খুঁজে পেয়ে ফিরিয়ে দিলে ৫ হাজার টাকা দেব।’ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমার পিংলা ব্লকের বাসিন্দা ওই যুবক পেশায় রাজমিস্ত্রী। মাসখানেক আগে রাজমিস্ত্রির কাজে সে হায়দরাবাদ গিয়েছিল। কিন্তু সেখানেই সে জানতে পারে গত ৯ ডিসেম্বর বাড়ি থেকে বউ পালিয়ে গিয়েছে। কিন্তু কার সঙ্গে গিয়েছে কোথায় গিয়েছে তার কোনও হদিশ নেই। বউ নিখোঁজের খবর পেয়ে দ্রুত বাড়ি ফিরেছে সেই যুবক। তারপর থেকে চেনাপরিচিতদের বাড়ি, আত্মীয়স্বজনদের বাড়ি, বন্ধুদের বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছে সে। কিন্তু এখনও তাঁর বউয়ের হদিশ সে পায়নি। সেই হদিশ পেতে প্রশাসনের দরজাতেও কড়া নাড়তে বাকি রাখেনি সে। কিন্তু কোথাও কিছু না পেয়ে শেষে সে শরণাপন্ন হয়েছে ফেসবুকের। সেখানেই দিয়েছে সে বিজ্ঞাপন। ‘আমার বউ ফিরিয়ে দাও।’

ওই যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার সঙ্গে অপর এক ব্যক্তি জড়িত। তবে তিনি কে তা কেউ এখনও জানতে পারেননি। ওই যুবক যখন হয়দরাবাদে গিয়েছিল তখনই ওই ব্যক্তির সঙ্গে কোনওভাবে আলাপ হয় ওই মহিলার। সেই ব্যক্তিই ওই মহিলাকে একটি ফোনও কিনে দেন। তার মধ্যমেই দুই পক্ষের যোগাযোগ ছিল। ৯ ডিসেম্বর ওই গৃহবধূ তাঁর ২ বছরের ছেলেকে নিয়ে নিখোঁজ হন। বাড়ি ছাড়ার আগে ওই গৃহবধূ নিজের ভোটার, আধার কার্ড, সন্তানের বার্থ সার্টিফিকেট, গয়না, টাকা-সব নিয়ে বেপাত্তা হয়ে গিয়েছেন। সব থেকে বড় কথা, ওই যুবকের পরিবারের দাবি, ঘটনার দিন রাতে বাড়ির সদর দরজা বন্ধ ছিল। তাই ঘরের বাঁশের জানলা ভেঙে সেই গৃহবধূ পালিয়ে যান। গ্রামবাসীদের দাবি ওই দিন রাতে গ্রামে একটি নম্বরহীন ন্যানো গাড়ি এসেছিল। সম্ভবত তাতে করেই চম্পট দিয়েছেন ওই গৃহবধূ।

তবে এইসব নিয়ে মাথা ঘামাচ্ছেন বউহারা যুবক। তিনি এখন যে কোনও মূল্যে বউ ফেরত চান, সঙ্গে ছেলেকেও। তাঁর আশঙ্কা বউকে ভুল বুঝিয়ে কেউ না তাঁকে পাচার করে দেয়। এই বিষয়ে তাঁর বক্তব্য, ‘আমার বউকে বাইরের দুনিয়ার লোভ দেখিয়ে কেউ নিয়ে গিয়েছে। ও লেখাপড়া জানে না। ওকে কোথাও ছেড়ে দিলে বাড়ি পর্যন্ত ফিরে আসতে পারবে না। মাসখানেক হলো হায়দরাবাদে গিয়েছিলাম। বাবা-মায়ের কাছে থাকত আমার বউ আর ছেলে। হায়দরাবাদেই জানতে পারি, ৯ই ডিসেম্বর রাতে বাড়ির বাঁশের জানলা ভেঙে কোথাও চলে গিয়েছে! আমাদের বাড়িতে কোনও ফোন নেই। যে ওকে নিয়ে পালিয়েছে সে একটি ফোন কিনে দিয়েছিল বলে জানতে পেরেছি। ওই ফোনটাই যত নষ্টের মূলে। ফোনটি লুকিয়ে ব্যবহার করত আমার বউ। আমি বা বাড়ির কেউ ঘুণাক্ষরেও তা জানতাম না। বাড়ি থেকে ভোটার কার্ড, আধার কার্ড, গয়না, টাকা সব নিয়ে পালিয়েছে। ফেসবুকেও পোস্ট দিয়েছি। যদি কেউ এদের সন্ধান দেয়, তাঁকে ৫ হাজার টাকা পুরস্কার দেব। আমি চাই যে এই কাজ করেছে, সে ধরা পড়ুক। আমার বৌ-ছেলে বাড়ি ফিরে আসুক। আমি ওদের নিয়েই থাকতে চাই।’ 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আবারও বড়োসড়ো সাফল্য শান্তিপুর থানার পুলিশের, দোকান থেকে চুরি যাওয়া টাকা সহ ধৃত অপরাধী

উলুবেড়িয়াতে মর্নিং ওয়াক করতে বেরিয়ে বিএসএফ জওয়ানের শ্লীলতাহানির শিকার এক মহিলা

প্রেমের টানে প্রথম বিয়ে তালাক দিয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা প্রেমিকার

বর্ধমানের রসুলপুরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী গাড়ি চালক

শান্তিপূর্ণ ভোটের আবেদন জানিয়ে পথে পথে প্রচার স্বপন দত্ত বাউলের

সীমান্তে বাংলাদেশি টাকা সহ বিএসএফের হাতে ধৃত সিপিএম নেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর