এই মুহূর্তে




রামনগরের বিধায়কের বিরুদ্ধে লাগাতার আক্রমণ, ৩ তৃণমূল নেতাকে শোকজ করল দল

নিজস্ব প্রতিনিধি,রামনগর: দলবিরোধী কাজের জের,দলের অমতে বিধায়ককে লাগাতার আক্রমনের শাস্তি হিসেবে শোকজ হলেন তিন তৃণমূল নেতা।পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভায় দল বিরোধী লাগাতার কাজ কর্মের জেরে স্থানীয় তিন তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিল দল।রামনগরের বিধায়কের(MLA Ramnagar) নামে বার বার বিষোদগার।বহিরাগত,পরিযায়ী বলে তকমা। দলের অমতে কাজ কর্মের জেরে শোকজ(Show Cause) করল দল।

সেই তিন নেতা হলেন।১)সুশান্ত পাত্র(প্রধান,রামনগর ১ ব্লকের পদিমা ২ গ্রাম পঞ্চায়েত)২)তমালতরু দাসমহাপাত্র(জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ )৩)কৌশিক বারিক(রামনগর ১পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ)।এই তিন নেতাকে শোকজ করেছে দল বলেই সূত্রের খবর।যদিও এই ঘটনার পর তিন নেতার সাথে কোনো ভাবে যোগাযোগ করা যায়নি।এই বিষয়ে জেলা সভাপতি পীযুষ পন্ডা জানান, ঘটনা সঠিক।চিঠিটা এলে বলতে পারবো এই বিষয়ে। দল কড়া ব্যবস্থা নিয়েছে। দলের উর্ধ্বে কেউ নয়। আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে দলের আভ্যন্তরে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করবে দল কাউকে রেওয়াত করবে না। কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের শৃঙ্খলা সবাইকে মানতে হবে।

পুজোর আগে থেকে জেলা ভিত্তিক কোর কমিটির(Core Comittee) সদস্যদের সঙ্গে বৈঠক করার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন দল বিরোধী কোনো কাজ বরদাস্ত করা হবে না। দলের অভ্যন্তরে কোন কোন্দল থাকলে তা মিটিয়ে ফেলতে হবে। মতো বিরোধ রাখা যাবে না। দলের প্রবীনদের গুরুত্ব দিতে হবে। দলে কারোর বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে নির্দিষ্ট ভাবে তা নেতৃত্বকে জানাতে হবে। প্রকাশ্যে বিরোধ তৈরি করা যাবেনা। বিরূপ মন্তব্য করা যাবে না। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই নির্দেশ দেওয়ার পরেও রামনগরের ওই স্থানীয় তিন তৃণমূল নেতা তা অগ্রাহ্য করে স্থানীয় বিধায়কের বিরুদ্ধে প্রকাশ্যে বিষাদগার শুরু করেছিলেন। তাই দল এবার তাদের শোকজ করতে বাধ্য হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে, তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের

দলের নেতাদের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে তৃণমূল নেতা পেলেন খুনের হুমকি !

বারাসতে কালী পুজো নিষিদ্ধ, গ্রামের মানুষকে পুজো দেখতে যেতে হয় কয়েক কিলোমিটার দূরে

রাজ্যে ধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশের ধাঁচে ‘এনকাউন্টার’ চান শুভেন্দু অধিকারী

সোনামুখীর ‘মা-ই-তো কালী’ পুজোর সঙ্গে জড়িয়ে বর্গী দস্যু ভাস্কর পণ্ডিতের নাম, জানুন ইতিহাস

কালীপুজোর আগে বাগনানে জবাব ফুলের গাছে দোয়া প্রকার আক্রমণ, চিন্তায় ফুল চাষিরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ