এই মুহূর্তে




মিথ্যা বিজ্ঞাপনে অতিষ্ঠ! অনুমতি ছাড়া ছবি ব্যবহারের জন্য বম্বে হাইকোর্টে ছুটলেন সুনীল শেট্টি

নিজস্ব প্রতিনিধি: তাঁদের ছবি, কন্ঠস্বর, পোস্টার, নাম ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কাজ করা হচ্ছে। যে কারণে মাঝে মধ্যেই বিপাকে পড়ছেন তারকাদের। কেননা তারকাদের কোনও কিছুই ব্যক্তিগত থাকে না। সেই কারণে নানা সময়ে বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়ে তারকাদের নাম, কন্ঠস্বর, পোস্টার। অথচ সে বিষয়ে ঘুনাক্ষরেও কিছু জানেন না তাঁরা। তাই মাঝে মধ্যেই ‘ব্যক্তিগত অধিকার’ সংরক্ষণের জন্যে আদালতে ছোটেন তারকারা। দিন কয়েক আগে ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন, পরিচালক প্রযোজক করণ জোহর, তাদের ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। তাদের আগে অমিতাভ বচ্চন, তামিল সুপারস্টার কমল হাসান, রজনীকান্তরাও ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য আদালত দ্বারস্থ হয়েছেন। আদালত তাদের পক্ষেই সর্বদা রায় দিয়েছে। অর্থাৎ রায় ঘোষণার পরে আইনি অনুমতি বা তাদের অনুমোদন ছাড়া আর কেউ তারকাদের নাম, কন্ঠস্বর ব্যবহার করতে পারবে না। এবার এই তালিকায় যুক্ত হলেন অভিনেতা সুনীল শেট্টি।

সম্প্রতি তিনিও ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য বম্বে হাইকোর্টে দ্বারস্থ হয়ে ছিলেন বলে খবর। আবেদনে তিনি দাবি করেছেন যে, বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পেজ এবং ওয়েবসাইট কোনও অনুমোদন ছাড়াই তাঁদের ব্যবসার প্রচারের জন্য তাঁর ছবি ব্যবহার করছেন। অভিনেতা একটি অন্তর্বর্তী আবেদনে আদালতকে অনুরোধ করেছেন যে, এই ধরণের সমস্ত ওয়েবসাইট কে অবিলম্বে তাঁর ছবি অপসারণের নির্দেশ দেওয়া হোক এবং ভবিষ্যতে সেগুলি ব্যবহার করা থেকে বিরত রাখা হোক। অবশেষে শুক্রবার এই মামলার শুনানিতে বম্বে হাইকোর্টের বিচারপতি আরিফ ডাক্তারের একটি বেঞ্চ, সুনীল শেট্টির আইনজীবী বীরেন্দ্র সরফের বক্তব্য সংক্ষিপ্তভাবে শুনে একটি সিদ্ধান্তে পৌঁছেছেন।

যেখানে আইনজীবী উল্লেখ করেছিলেন যে, সুনীল শেট্টি এবং তার নাতির ভুয়ো ছবি কিছু ওয়েবসাইটে রয়েছে। অভিনেতার ছবি কোনও অনুমোদন ছাড়াই বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। একটি রিয়েল এস্টেট এজেন্সির ওয়েবসাইট এবং একটি জুয়ার সাইট অভিনেতার ছবি প্রদর্শন করেছে। কোনভাবেই অভিনেতা তাদের সঙ্গে যুক্ত নন। অভিনেতার ব্যক্তিত্ব এবং ছবিগুলির উপর তার অধিকার রয়েছে এবং কর্তৃত্ব ছাড়াই সেগুলি প্রকাশ করা তার সুনামের ক্ষতি করছে। তবে এখনও অভিনেতার মামলার রায় ঘোষনা করা হয়নি। শুধুমাত্র সংরক্ষিত করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২১ বছরের ছোট নায়িকার সঙ্গে ফের রোমান্স করবেন অজয় দেবগন, কোন ছবিতে দেখা যাবে?

‘মসজিদে জুতো পরে হাঁটছেন?’ নেটপাড়ায় সমালোচনার ঝড় উঠতেই কী করলেন সোনাক্ষী?

৮৩-তে অমিতাভ বচ্চন, জন্মদিনে বিগ বি-র আইকনিক লুকে ‘জলসা’র বাইরে ভক্তদের ভিড়

বিজয়ের পর ‘হবু কনে’ রশ্মিকাও বাগদানের খবর লুকোতে পারলেন না, কীভাবে টের পেলেন ভক্তরা?

‘তোমার চরণই আমার স্বর্গ’, ‘করবা চৌথে’ হিনাকে পায়ে হাত দিয়ে প্রণাম, নজর কাড়লেন অভিনেত্রীর স্বামী

‘ধন্যবাদ আমার চাঁদ হওয়ার জন্যে’, দেশীয় পোশাকে সেজে নিকের সঙ্গে ‘করবা চৌথ’ পালন প্রিয়াঙ্কার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ