এই মুহূর্তে




হাজার গোল না করে বুট তুলে রাখবেন না, জানিয়ে দিলেন সিআর সেভেন

নিজস্ব প্রতিনিধি: হাজার গোলের মাইলফলক থেকে আর মাত্র ৫৪ ধাপ দূরে পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জাতীয় দল আর পেশাদার ক্লাবের হয়ে আন্তর্জাতিক ফুটবলে ৯৪৬ গোল করেছেন সিআর সেভেন। পরিবার চাইছে, এবার ক্ষান্ত দিন তিনি। তুলে রাখুন সোনালী বুট। তবে পরিজনেরা চাইলেও হাজার গোলের মাইলফলক স্পর্শ না করা পর্যন্ত তিনি থামবেন না বলে জানিয়ে দিয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার।

মঙ্গলবার তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে আরও একটি ব্যক্তিগত পালক যোগ করেছেন পাঁচ পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনাল্ডো। পর্তুগাল ফুটবল গ্লোবস অনুষ্ঠানে তিনি পেয়েছেন প্রেস্টিজ অ্যাওয়ার্ড। আর সেই পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিআর সেভেন বলেন ‘এটা আমার ক্যারিয়ার শেষের পুরস্কার নয়। আমি জিততে ভালবাসি, তরুণ প্রজন্মকে সাহায্য করতে পছন্দ করি। আর তারাও আমাকে অনুপ্রেরণা দেয়, যাতে আমি আমার জায়গা বজায় রাখতে পারি এবং প্রতিযোগিতায় টিকে থাকতে পারি। তরুণদের সঙ্গে প্রতিযোগিতা করাটাই আমাকে রোমাঞ্চিত করে। আমি এখনও খেলার প্রতি গভীর আবেগ অনুভব করি।’

হাজার গোলের মাইলফলক স্পর্শ করা যে তাঁর প্রধান লক্ষ্য তা উল্লেখ করে পর্তুগিজ তারকা ফুটবলার বলেন ‘আমার পরিবারের সদস্যরা প্রায়শই বলেন, ‘তোমার এখন থেমে যাওয়ার সময় হয়েছে। তুমি সবকিছু অর্জন করেছ। এখন কেন আবার হাজার গোল করতে চাও?’ কিন্তু আমি তা মনে করি না। আমি নিশ্চিত, যখন আমি খেলা থেকে বিদায় নেব, তখন সম্পূর্ণ তৃপ্তি অনুভব করব। ’

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সবচেয়ে ছোট দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিল কুরাসাও, যোগ্যতা অর্জন ইউরোপের পাঁচ দেশের

বিসিবির মহিলা ক্রিকেটের প্রধান হলেন ইউনূসের ‘ঘনিষ্ঠ বান্ধবী’ রুবাবা দৌলা

গুয়াহাটি টেস্টে গম্ভীরের ঝুলি থেকে বেরোবে কোন তির, শুরু চর্চা

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে মাইলফলক স্পর্শ করতে চলেছেন মুশফিকুর

অশোভন আচরণ, আইসিসির শাস্তির কোপে বাবর আজম

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ