এই মুহূর্তে




বিহারে এনডিএ’তে আসন ভাগাভাগি নিয়ে মুষল যুদ্ধ, ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করলেন না ‘নাখুশ’ চিরাগ

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহারে বিধানসভা ভোটে আসন ভাগাভাগি নিয়ে এনডিএ’র অন্দরে শুরু হয়েছে মুষলপর্ব। দাবিমতো ১৫ আসন না পেলে ভোটে লড়বেন না বলে আগেই হুঙ্কার ছেড়েছিলেন হিন্দুস্থান আওয়াম মোর্চা (হাম) সুপ্রিমো জিতনরাম মাজি। আর এবার আসন ভাগাভাগি নিয়ে অসন্তুষ্ট লোক জনশক্তি পার্টি প্রধান চিরাগ পাসোয়ান বিজেপির পর্যবেক্ষক ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা না করে দিল্লি ফিরেছেন। আপাতত বিজেপি নেতাদের সঙ্গে রামবিলাস পুত্রের দেখা করার কোনও পরিকল্পনা নেই বলে তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছেন।

আগামী মাসে দু’দফায় বিহারে বিধানসভা ভোট। ওই ভোট ঘিরে সব শিবিরেই রাজনৈতিক ত‍ৎপরতা তুঙ্গে উঠেছে যদিও আসন রফা নিয়ে শাসক এনডিএ এবং বিরোধী মহাজোটের অন্দরে অশান্তি শুরু হয়েছে সূত্রের খবর, রাজ্যের ২৪৩ বিধানসভা আসনের মধ্যে ১০০টিতে করে লড়ার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডিইউ ও বিজেপি। বাকি ৪৩ আসন ছাড়া হচ্ছে জোটের তিন শরিক চিরাগ পাসোয়ান-উপেন্দ্র কুশয়াহা ও জিতনরাম মাজিকে। দুই বড় শরিক দলের ওই সিদ্ধান্তের কথা জানতে পেরেই গোঁসা করেছেন চিরাগ ও জিতনরাম। দুজনেই বিজেপি নেতৃত্বের কাছে যথাক্রমে ৪০ ও ১৫ আসন ছাড়ার দাবি জানিয়েছেন। হাম সুপ্রিমো জিতনরাম হুঙ্কার ছেড়েছেন, ১৫ আসন না পেলে দল নির্বাচনে লড়বে না। তবে এনডিএ’কে সমর্থন জানাবে।

অন্যদিকে, চিরাগকে বোঝাতে গতকাল মঙ্গলবারই দিল্লিতে তাঁর সঙ্গে বৈঠক করেছেন বিজেপির দুই পর্যবেক্ষক বিনোদ তাওড়ে ও ধর্মেন্দ্র প্রধান। যদিও জট কাটেনি। তাতেও হাল ছাড়েননি বিজেপি শীর্ষ নেতৃত্ব। বুধবার চিরাগের সঙ্গে আর এক দফায় বৈঠকের জন্য পটনা উড়ে এসেছিলেন ধর্মেন্দ্র প্রধান। সূত্রের খবর, খাগাড়িয়া থেকে পটনায় ফিরেই বিজেপি’র পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল চিরাগের। কিন্তু সেই পরিকল্পনা বাতিল করেছেন তিনি। রাতেই পটনা থেকে দিল্লি ফিরছেন। আগামিকাল বৃহস্পতিবার ফের পটনায় ফিরে দলের কর্মসমিতির সদস্যদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। যেভাবে আসন ভাগাভাগি নিয়ে দুই শরিক দলের মধ্যমণি বেঁকে বসেছেন, তাতে খানিকটা হলেও বিব্রত বিজেপি শীর্ষ নেতৃত্ব।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বৃহস্পতিতে দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার, কারা হবেন নতুন সরকারে মন্ত্রী?

অন্ধ্রে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ! শীর্ষনেতা হিডমার মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে আরও ৭ মাওবাদী খতম

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

মর্মান্তিক! অস্ট্রেলিয়ায় ৮ মাসের গর্ভবতী ভারতীয় মহিলাকে পিষে মারল বিএমডাব্লু গাড়ি

দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করল ইডি

হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ